TRENDING:

Viral Image: কীসের ছবি? জুম করলেই ফাঁস হবে আসল রহস্য! বছরের সেরা ছবি! দেখুন...

Last Updated:
Viral Image: বালির ওপর দিয়ে বেশ কয়েকটি চতুষ্পদ প্রাণী হেঁটে চলেছে। কিন্তু আসলে কি তাই? যেগুলিকে দেখা যাচ্ছে, সেগুলি কি সত্যিই কোনও প্রাণী? নাকি অন্য কিছু?
advertisement
1/6
বছরের সেরা!! জুম করলেই ফাঁস হবে ছবির আসল রহস্য, দেখুন কীসের ছবি...
প্রতিদিনই সোশ্য়াল মিডিয়ায় কত কত ছবি হঠাৎ Viral হয়ে যায়। কিন্তু তার মধ্যে কতগুলি ছবি বিখ্যাত হয় বলুন তো? খুব বেশি নয় মোটেই। কিন্তু উপরের ছবিটি সেই তালিকার মধ্যে পড়ে না। এটি  (Optical Illusion Viral)  যেমন একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় Viral হয়ে গিয়েছে, তেমনই ছবির গুণগত মানের বিচারেও এটি প্রশংসা পেয়েছে বিশ্ব সেরা (Viral Picture) হিসেবে।
advertisement
2/6
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনেকে এই ছবিটি পোস্ট করেছেন। এটি একটি মরুভূমির ছবি। সেখানে দেখা যাচ্ছে বালির ওপর দিয়ে বেশ কয়েকটি চতুষ্পদ প্রাণী হেঁটে চলেছে। কিন্তু আসলে কি তাই? যেগুলিকে দেখা যাচ্ছে, সেগুলি কি সত্যিই কোনও প্রাণী? নাকি অন্য কিছু?
advertisement
3/6
ট্যুইটারে এক ব্যক্তি ছবিটি পোস্ট করে লিখেছেন, বিখ্যাত পত্রিকার মতে, এটি এ বছরের সেরা ছবি। কিন্তু অনেকেই তার কথার প্রতিবাদ করেছেন। বলেছেন, এই ছবিটি আসলে দু’বছরের পুরনো সেই সময়ে ছবিটি Viral হয়নি, হয়েছে সম্প্রতি। তাই এটিকে এই বছরের সেরা ছবি বলার উপায় নেই। কিন্তু এটি বছর দুয়েক আগে বেশ কয়েকটি জায়গায় বছরের সেরা ছবির সম্মান পায়।
advertisement
4/6
কী মনে হচ্ছে? সত্যিই তো ছবিতে কতগুলি কালো রঙের চতুষ্পদ মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে চলেছে। কিন্তু আসলে বিষয়টি মোটেই তা নয়। যেগুলিকে আপনি কালো রঙের চতুষ্পদ প্রাণী বলে ভাবছেন, সেগুলি মোটেই কোনও প্রাণী নয়। তাহলে সেগুলি কী?
advertisement
5/6
ছবিটি আরও একটু খুঁটিয়ে দেখলে, হয়তো বুঝতে পারেবেন, সেগুলি কী? আসলে সেগুলি কয়েকটি হেঁটে যাওয়া জেব্রার ছায়া। একবার আরও কাছ থেকে দেখে নিন ছবিটি।
advertisement
6/6
আসল দৃশ্যে মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে চলেছে এক দল জেব্রা। আর সূর্যের আলো মাটির উপর এঁকে দিয়েছে তাদের লম্বা ছায়া। সেগুলিকেই দেখে এক একটি চতুষ্পদ প্রাণী বলে মনে হচ্ছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral Image: কীসের ছবি? জুম করলেই ফাঁস হবে আসল রহস্য! বছরের সেরা ছবি! দেখুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল