Bikini Wedding viral image: বেনারসি বিকিনি পরে বিয়ে করছেন তরুণী! ছবির পিছনের গল্প কী? রইল বিস্তারিত
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Fact Check Bride wearing Banarasi Bikini: সমাজমাধ্যমে ভাইরাল ছবি! বেনারসি বিকিনি পরে বিয়ে করছেন লখনউয়ের তরুণী। কেউ সেই ছবির তারিফ করছেন কেউ বা সেই ছবি ঘিরে নিন্দায় মত্ত। ছবির নেপথ্য ঘটনা কী?
advertisement
1/5

সমাজমাধ্যমে ভাইরাল ছবি! বেনারসি বিকিনি পরে বিয়ে করছেন লখনউয়ের তরুণী। কেউ সেই ছবির তারিফ করছেন কেউ বা সেই ছবি ঘিরে নিন্দায় মত্ত।
advertisement
2/5
কারও মতে বিকিনি পরে বিয়ে করে তরুণী ভেঙে ফেলেছেন সমস্ত প্রথা, কেউ বলছেন বিয়ে করার সময় এমন পোশাক শালীন নয়।
advertisement
3/5
কিন্তু ছবিটি কি আদৌ সত্যি? এটা ঘিরেও প্রশ্ন নেটমাধ্যমে!ভাইরাল ছবিতে দেখা গিয়েছে এক তরুণী কনের বেশে, বরকে মালা পরাবেন বলে দাঁড়িয়ে রয়েছেন। Image: X
advertisement
4/5
হাতে মেহেন্দি এবং গহনা পরা থাকলেও মহিলার পোশাক হিসাবে রয়েছে শুধুই বিকিনি। তবে তরুণীর বরের পোশাক স্বাভাবিক।
advertisement
5/5
এই ছবির সত্যতা যাচাই করতে নিউজ১৮ ‘ডিপফেক ডিটেক্টিং টুল’ TrueMedia.org ব্য়বহার করি। সেখান থেকে স্পষ্ট বোঝা যায় ছবিটি এআই জেনারেটেড। অর্থাৎ এই ছবিটি আদৌ সত্য নয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bikini Wedding viral image: বেনারসি বিকিনি পরে বিয়ে করছেন তরুণী! ছবির পিছনের গল্প কী? রইল বিস্তারিত