TRENDING:

Viral IAS Bride: বিয়ের আসরে চরম মুহূর্তে মেগা Twist কনের! কন্যাদানের সময় সটান না IAS-মহিলার, দুর্বার গতিতে ভাইরাল...

Last Updated:
Viral IAS Bride: এ কনে যে সে কনে নন! পেশায় আই এ এস এই কনেকে ঘিরেই এখন হইচই পরে গিয়েছে ছোট্ট শহরটিতে।
advertisement
1/6
বিয়ের আসরে চরম মুহূর্তে মেগা Twist কনের! কন্যাদানের সময় সটান না IAS-মহিলার...
বিয়েতে কন্যাদান একটি গুরুত্বপূর্ণ প্রথা হিসেবে যুগ যুগ ধরে মেনে চলে আসা হয়। কিন্তু মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলায় অনুষ্ঠিত একটি বিয়েতে অন্য পথে হেঁটে নজির গড়লেন বিয়ের কনে। এ অন্য যে সে কনে নন। পেশায় আই এ এস এই কনেকে ঘিরেই এখন হইচই পরে গিয়েছে ছোট্ট শহরটিতে।
advertisement
2/6
জানা যাচ্ছে নিজের বিয়েতে চিরাচরিত সেই কন্যাদানের প্রথাই হতে দেননি তপস্যা পরিহার। এই বিষয়ে তপস্যা জানাচ্ছেন, ছোটবেলা থেকেই তাঁর মনে হত যে কীভাবে ইচ্ছার বিরুদ্ধে কেউ তাঁর কন্যাদান করতে পারেন? তারপর এই বিষয়ে তিনি তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করেন এবং সেটা তাঁর পরিবারের সকলেই মেনে নেন। এরপর পাত্রপক্ষকেও এই বিষয়ে রাজি করানো হয়।
advertisement
3/6
এভাবে আলোচনার কেন্দ্রে এসে পড়ে মধ্যপ্রদেশের এক মহিলা আইএএস-এর বিয়ে। আইএফএস আধিকারিক গর্বিত গঙ্গোয়ারের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু এই বিয়ে আর পাঁচটা বিয়ের থেকে ছিল অন্যরকম। কারণ নিজের বিয়েতে তপস্যা কন্যাদানের রীতি করতেই দেননি। তিনি তাঁর বাবাকে বিয়ের আগেই জানিয়ে দেন, 'আমি দানের সামগ্রী নই, আমি আপনার মেয়ে।'
advertisement
4/6
তপস্যা পরিহার মনে করেন, দুটি পরিবার একসঙ্গে বিয়ের আয়োজন করে। তাই সেখানে ছোট বড়, উঁচু-নিচু এসব কিছু থাকা ঠিক নয়। আর সেই কারণেই তিনি বিয়েতে কন্যাদানের প্রথা মানতে চাননি। তবে তপস্যার এই কাজে তাঁকে সঙ্গে দিয়েছেন তাঁর স্বামী গর্বিত।
advertisement
5/6
তপস্যার সঙ্গে গলা মিলিয়েই স্বামী গর্বিতের প্রশ্ন, কেন বিয়ের পর একজন মহিলাকে সম্পূর্ণ বদলাতে হবে? তাঁর মতে এই ধরনের প্রথা ধীরে ধীরে দূর করার চেষ্টা করতে হবে। এইভাবে বিয়ে হওয়ায় খুশি তপস্যার বাবাও। মেয়ের মতে তিনিও একমত ছিলেন।
advertisement
6/6
তবে কন্যাদান না হলেও বিয়েতে বৈদিক মন্ত্রোচ্চারণ ও অন্যান্য রীতি রেওয়াজ পালন করা হয়েছে মধ্যপ্রদেশের তপস্যা ও গর্বীতের বিয়েতে। আর তপস্যার এই সিদ্ধান্ত তাঁদের বিয়েকে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করেছে। প্রসঙ্গত তপস্যা ২০১৮ সালের ব্যাচের আইএএস। তপস্যা পরিহার নামে ওই আইএএস-র ইউপিএসসি-তে স্থান ছিল ২৩। তবে এদিনের তাঁর কাজে নেট দুনিয়ায় বিপুল প্রশংসা কুড়িয়েছেন মধ্যপ্রদেশের আইএএস।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral IAS Bride: বিয়ের আসরে চরম মুহূর্তে মেগা Twist কনের! কন্যাদানের সময় সটান না IAS-মহিলার, দুর্বার গতিতে ভাইরাল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল