Viral | Couple Relationship: বজ্রপাত! প্রেমে হাবুডুবু-মাখোমাখো ভালোবাসা, স্ত্রীর গোপন সত্য প্রকাশ্যে! মুহূর্তেই পায়ের তলার মাটি সরল স্বামীর...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral | Couple Relationship: সম্প্রতি, এক মার্কিন মহিলা তাঁর স্বামীকে নিজের সম্পর্কে এমন এক গোপন কথা প্রকাশ করেন যা শোনামাত্র চমকে ওঠেন ওই মহিলার স্বামী।
advertisement
1/8

বিবাহিত সম্পর্কে ভালোবাসার মতোই গুরুত্বপূর্ণ হল পারস্পরিক বিশ্বাস ও আস্থা। কিন্তু অনেক সময় দেখা যায় সম্পর্ক ভাঙার ভয়ে দম্পতিরা একে অপরকে বলতে পারেন না এমন কিছু কথা যা তাদের মনে চাপা পড়ে থাকে বছরের পর বছর। এ কারণে আপাতদৃষ্টিতে তাদের মধ্যে আস্থার অভাব রয়েছে বলে মনে হয়। কিন্তু একইসঙ্গে এটাও ঠিক কিছু কিছু সত্য বেরিয়ে এলে মানুষের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সম্প্রতি, এক মার্কিন মহিলা তাঁর স্বামীকে নিজের সম্পর্কে এমন এক গোপন কথা প্রকাশ করেন যা শোনামাত্র চমকে ওঠেন ওই মহিলার স্বামী। তবে একইসঙ্গে স্বামী তাঁকে সমর্থন করেন।
advertisement
2/8
এ কারণে আপাতদৃষ্টিতে তাদের মধ্যে আস্থার অভাব রয়েছে বলে মনে হয়। কিন্তু একইসঙ্গে এটাও ঠিক কিছু কিছু সত্য বেরিয়ে এলে মানুষের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সম্প্রতি, এক মার্কিন মহিলা তাঁর স্বামীকে নিজের সম্পর্কে এমন এক গোপন কথা প্রকাশ করেন যা শোনামাত্র চমকে ওঠেন ওই মহিলার স্বামী। তবে একইসঙ্গে স্বামী তাঁকে সমর্থন করেন।
advertisement
3/8
মিরর ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, নিকোলেট পোপা এবং তাঁর স্বামী রায়ানের বিয়ে হয়েছিল ৬ বছর আগেই। দুজনেই খুব খুশি ছিলেন, কিন্তু ২০২০ সালে জাপানে থাকার সময়, নিকোলেট স্বামীকে এমন একটি কথা বললেন যা ছিল তার জীবনের সবচেয়ে বড় সত্য। মিরর ওয়েবসাইটের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময়, নিকোলেট বলেন, লকডাউনের সময়, তাঁরা স্বামী স্ত্রী দুজনেই সারাদিন একসঙ্গে থাকতেন, যাতে তাঁরা একে অপরের সঙ্গে আরও বেশি সংযুক্ত থাকতে পারেন। সম্পর্ক আরও মজবুত হয়। এমনই একটা সময়ে নিকোলেট রায়ানকে জানালেন নিজের সম্পর্কে সেই রহস্য।
advertisement
4/8
মিরর ওয়েবসাইটের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময়, নিকোলেট বলেন, লকডাউনের সময়, তাঁরা স্বামী স্ত্রী দুজনেই সারাদিন একসঙ্গে থাকতেন, যাতে তাঁরা একে অপরের সঙ্গে আরও বেশি সংযুক্ত থাকতে পারেন। সম্পর্ক আরও মজবুত হয়। এমনই একটা সময়ে নিকোলেট রায়ানকে জানালেন নিজের সম্পর্কে সেই রহস্য।
advertisement
5/8
নিকোলেট রায়ানকে জানান, যৌনতার দিক থেকে তিনি আসলে একজন লেসবিয়ান। বিবাহের ৬ বছর পরে, এমনকি দুই সন্তানের জন্মের পর, নিকোলেট বিষয়টি প্রকাশ্যে আনাতে তাঁর ভয় ছিল তাঁর স্বামী খুব অস্বস্তিকর প্রতিক্রিয়া জানাবেন বিষয়টি জানলে। হয়তো তাদের থেকে আলাদা হতেও চাইবেন। কিন্তু বাস্তবে এরকম কিছুই ঘটেনি।
advertisement
6/8
রায়ান নিকোলেটের কথা বুঝতে পেরেছিলেন এবং বলেন এতে তার কোনও আপত্তি নেই। তাঁর স্বামী স্ত্রী সম্পর্কে এই রহস্য জানার পরও কিন্তু দুজনেই একে অপরের থেকে আলাদা না হয়ে একসঙ্গে সন্তানদের বন্ধুর মতো মানুষ করছেন।
advertisement
7/8
এই বিষয়ে রায়ান বলেন তার আগে কিছুটা সন্দেহ ছিল কিন্তু তিনি নিজে নিকোলেটকে জিজ্ঞাসা করে তাকে বিব্রত করতে চাননি। তিনি বিশ্বাস করেছিলেন যে যখন নিকোলেট নিজেই তার উপর আস্থা রাখবেন, তখন নিজেই বিষয়টি বলে দেবেন। বর্তমানে ওই দম্পতি দুই সন্তানের সঙ্গে উত্তর ক্যারোলিনায় থাকেন।
advertisement
8/8
নিকোলেট তার ব্যক্তিত্বকে পুরোপুরি বদলে দিয়েছে। তিনি অনেকটা টমবয় লুকে ছেলেদের মত পোষাক পড়তেই স্বচ্ছন্দ বোধ করেন। তিনি জানান, তিনি সারা জীবন ভয় পেয়েছিলেন যে যখন লোকেরা তার যৌনতার কথা জানবে, তখন সবাই তাকে ভুল চোখে দেখবে। কিন্তু যখন এই বিষয়টি সামনে আসে তখন দম্পতির গোটা পরিবার তাঁর পাশে দাঁড়ায়। তাঁকে সমর্থন জানায়। সবমিলিয়ে এখন সুখেই রয়েছেন এই দম্পতি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral | Couple Relationship: বজ্রপাত! প্রেমে হাবুডুবু-মাখোমাখো ভালোবাসা, স্ত্রীর গোপন সত্য প্রকাশ্যে! মুহূর্তেই পায়ের তলার মাটি সরল স্বামীর...