Vietnam Paddy Field: পাহাড় কেটে সিঁড়ি! ধান চাষের এমন অপূর্ব ছবি মন ভাল করে দেবে
- Published by:Suman Majumder
Last Updated:
Vietnam Spectacular Rice Fields : পাহাড়ে ধান চাষের এই ছবি দেখলে মন ভাল হতে বাধ্য।
advertisement
1/6

ভিয়েতনামে কয়েক হাজার বছর ধরে ধান চাষ হচ্ছে। বিশ্বের পাঁচটি সব থেকে বেশি ধান উত্পাদনকারী দেশের মধ্যে ভিয়েতনাম একটি। দক্ষিণ ভিয়েতনামের মেকং নদীর ডেল্টাকে ধানের কৌটো বলা হয়।
advertisement
2/6
ভিয়েতনামে পাহাড় কেটে ধানের চাষ হয়। সেই ছবি দেখলে মন ভাল হয়ে যাবে। মনে হবে যেন পাহাড় কেটে কেউ সিঁড়ি তৈরি করে দিয়েছে।
advertisement
3/6
উত্তর ভিয়েতনামের সাপা নামের জায়গায় পাহাড় কেটে এভাবেই ধানের চাষ হয়। ওয়াটার বাফেলোর মাধ্যমে জমিতে ধানের চারা বপন করা হয়।
advertisement
4/6
মেকিং নদীর পাড়ে প্রায় এক কোটি সাত লাখ মানুষ থাকেন। এখানে ৮০ শতাংশ মানুষ ধানের চাষ করে জীবিকা নির্বাহ করেন।
advertisement
5/6
ভিয়েতনামে পর্যটকরাও ধানের চাষ দেখতে ভিড় করেন। অনেকেই সামনে থেকে দেখে মুগ্ধ হন।
advertisement
6/6
সেপ্টেম্বর ও অক্টোবরে সেখানে ধানের জমি দেখতে সব থেকে সুন্দর লাগে। ভিয়েতনামে সাদা চালও উত্পাদন করা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Vietnam Paddy Field: পাহাড় কেটে সিঁড়ি! ধান চাষের এমন অপূর্ব ছবি মন ভাল করে দেবে