TRENDING:

Weird News: কিছুতেই কমছিল না মাথাব্যথা, ডাক্তারের কাছে যেতেই চক্ষু চড়কগাছ! 'ওটা কী' ধরা পড়ল সিটি স্ক্যান রিপোর্টে?

Last Updated:
টানা পাঁচ মাস ধরে প্রবল মাথার যন্ত্রণায় ভুগছিলেন এক ব্যক্তি। ব্যথা কমার কোনও নামগন্ধই যেন ছিল না। যন্ত্রণার হাত থেকে রেহাই পেতে তিনি প্রায়ই পেন কিলার খেতেন। বছর ৩৫-এর ওই ব্যক্তি ভিয়েতনামের বাসিন্দা।
advertisement
1/5
কিছুতেই কমছিল না মাথাব্যথা, ডাক্তারের কাছে যেতেই চক্ষু চড়কগাছ!
টানা পাঁচ মাস ধরে প্রবল মাথার যন্ত্রণায় ভুগছিলেন এক ব্যক্তি। ব্যথা কমার কোনও নামগন্ধই যেন ছিল না। যন্ত্রণার হাত থেকে রেহাই পেতে তিনি প্রায়ই পেন কিলার খেতেন। বছর ৩৫-এর ওই ব্যক্তি ভিয়েতনামের বাসিন্দা।
advertisement
2/5
মাথাব্যথার পাশাপাশি তাঁর আরও কয়েকটি উপসর্গ দেখা দিয়েছিল যা দেখে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। আচমকাই চোখে কম দেখার সঙ্গে নাক থেকেও জলীয় পদার্থ বের হতে শুরু করে তাঁর। এরপর এই ব্যথা চরমে পৌঁছালে তিনি সহ্য ক্ষমতা হারান। তারপরেই তড়িঘড়ি হাসাপাতাল পৌঁছন তিনি।
advertisement
3/5
এহেন অবস্থায় চিকিৎসকেরা ওই ব্যক্তির শারীরিক অবস্থা খতিয়ে দেখতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। তাতেই যা সামনে আসে তা দেখে অবাক সকলেই। সিটি স্ক্যানের রিপোর্টে দেখা গিয়েছে, ওই ব্যক্তির মাথায় ভাঙা দু'টুকরো চপস্টিক আটকে রয়েছে। রিপোর্টে অনুযায়ী, ব্যক্তির নাক দিয়ে প্রবেশ করেছে চপস্টিক।
advertisement
4/5
কিন্তু প্রশ্ন হল নাকের মধ্যে দিয়ে চপস্টিক ঢুকল কীভাবে? প্রথমে ওই ব্যক্তি মনে না করতে পারলেও, কিছু সময় পেরোলে তাঁর মনে পড়ে, মাস কয়েক আগে মদ্যপ অবস্থায় মারামারি করেছিলেন তিনি। তখনই অজান্তেই তাঁর নাকে চপ স্টিক ঢুকে যায়। সেইসময় তিনি হাসপাতালে গেলেও, বিশেষ কিছু বুঝতে পারেননি চিকিৎসকেরা। এরপর কয়েকমাস যেতেই মাথায় যন্ত্রণা বোধ করতে শুরু করেন তিনি।
advertisement
5/5
ওই ব্যক্তির নাক থেকে চপস্টিক বার করতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। অস্ত্রোপচার সফল হলে তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে হন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Weird News: কিছুতেই কমছিল না মাথাব্যথা, ডাক্তারের কাছে যেতেই চক্ষু চড়কগাছ! 'ওটা কী' ধরা পড়ল সিটি স্ক্যান রিপোর্টে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল