Vastu Tips To Become Rich: বাড়িতে রাখা মানিপ্ল্যান্টে বেঁধে দিন ছোট্ট এই জিনিস, রোজগার বাড়বে বহুগুণ, উপচে পড়বে টাকা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মানিপ্লান্টের সঙ্গে শুক্রের যোগ আছে বলে মনে করা হয়। বিশ্বাস, এই গাছ বাড়িতে থাকলে টাকা, সৌভাগ্য, সাফল্য উপচে পড়ে
advertisement
1/5

বাস্তুশাস্ত্রে মানিপ্ল্যান্টের অশেষ গুরুত্ব! মানিপ্লান্টের সঙ্গে শুক্রের যোগ আছে বলে মনে করা হয়। বিশ্বাস, এই গাছ বাড়িতে থাকলে টাকা, সৌভাগ্য, সাফল্য উপচে পড়ে। বাস্তুশাস্ত্র বলছে, মানিপ্ল্যান্ট গাছে বাঁধুন এই ছোট্ট জিনিসটি, রোজগার বাড়বে বহুগুণ
advertisement
2/5
মাথায় রাখবেন, বাড়িতে মানিপ্লান্ট লাগালে তাকে অবহেলা করা যাবে না। তাহলে কিন্তু উল্টো ফল পাবেন। মানিপ্ল্যান্ট কখনওই ঘরের উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত নয়। এই গাছকে সবসময় ঘরের দক্ষিণ দিকে রাখতে হবে।
advertisement
3/5
একটি দড়ির সাহায্যে মানিপ্লান্ট বেঁধে ঘরে উপরের দিকে উঠতে দিন। তবে যেমন তেমন সুতো ব্যবহার করা যাবে না, দশকর্মা ভান্ডার থেকে লাল সুতো কিনে ব্যবহার করুন। এই নিয়মে বাড়িতে মানিপ্লান্ট রাখলে টাকার অভাব কী ভুলেই যাবেন।
advertisement
4/5
মানিপ্লান্ট কখনও মাটির উপরে সরাসরি পুঁতবেন না। বাস্তবিদরা বলছেন, মাটির উপর বড় আকারের টবে মানিপ্লান্ট লাগাতে পারেন। প্লাস্টিকের টব এড়িয়ে চলুন। টব না পেলে সবুজ রঙের কাঁচের বোতলে জল ভরে মানিপ্লান্টের ডাল রাখুন।
advertisement
5/5
নিয়মিত জল দেবার পাশাপাশি, মাঝেমাঝে কাঁচা দুধ আর জল মিশিয়ে মানিপ্লান্টে দিন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Vastu Tips To Become Rich: বাড়িতে রাখা মানিপ্ল্যান্টে বেঁধে দিন ছোট্ট এই জিনিস, রোজগার বাড়বে বহুগুণ, উপচে পড়বে টাকা