বাস্তুমতে, এই সমস্ত ঘর সাজানোর জিনিস থেকে সাবধান! জীবনে ডেকে আনে চরম বিপর্যয়
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কিছু কিছু ঘর সাজানোর জিনিস থেকে আপনার জীবনে নেমে আসতে পারে বিপর্যয়ের কালো ছায়া
advertisement
1/7

বাস্তুমতে কিছু কিছু ঘর সাজানোর জিনিস থেকে আপনার জীবনে নেমে আসতে পারে বিপর্যয়ের কালো ছায়া। যেমন- ভারী কার্পেট, সিনথেটিক পেন্ট, পেট্রোকেমিক্যাল বা যে-কোনও রকমের ইলেকট্রনিক সামগ্রী।
advertisement
2/7
এড়াছা, এমন জিনিস, যার থেকে উচ্চ কম্পাঙ্কের চুম্বকীয় বিকিরণ হয়। এই বিকিরণ শরীরের পক্ষে ক্ষতিকারখ। এগুলো থেকে বেরনো গন্ধও স্বাস্থ্যের ক্ষতি করে। হতে পারে অনিদ্রা, মাথাধরা, স্ট্রেস, শ্বাসকষ্ট।
advertisement
3/7
কার্পেটে নানারকম জীবাণু বাসা বাঁধে। কাজেই, ঘর সাজাতে ব্যবহার করুন দড়ি বা প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হালকা ওজনের কার্পেট, যা ক'দিন অন্তর সহজেই ধুয়ে নিতে পারবেন। মাইক্রোআভেন, কম্পিউটার, এলইডি থেকে বেরনো রশ্মি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।
advertisement
4/7
প্লাস্টিক পেন্টও মারাত্মক! এগুলো শ্বাসনিরোধক। মুখে প্লাস্টিক বেঁধে রাখলে আমাদের যেমন হাঁসফাঁস অবস্থা হয়, তেমনি ঘরে প্লাস্টিক পেন্ট করালেও ঘরের কষ্ট হয়।
advertisement
5/7
advertisement
6/7
কিন্তু এইসব জিনিস আমাদের আধুনিক জীবনের অঙ্গ। এগুলো ছাড়া জীবন চলা কঠিন! তা হলে কী উপায়? রয়েছে সমাধানও! এইসমস্ত বস্তুর খারাপ প্রভাব কাটাতে পারে একমাত্র গাছ। যেমনব- রবার, পিস লিলি, গোল্ডেন পথস, ফিকাস।
advertisement
7/7
বাড়ি সাজানোর মুখোশের ব্যাপারেও সচেতন থাকুন। দেব-দেবীর মুখোশ শুভ, কিন্তু ভয়ানক মুখ বা রাক্ষসের মুখোশ বাড়িতে রাখা ঠিক নয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বাস্তুমতে, এই সমস্ত ঘর সাজানোর জিনিস থেকে সাবধান! জীবনে ডেকে আনে চরম বিপর্যয়