TRENDING:

এই গাছগুলির মধ্যে যে কোনও একটি বাড়িতে রাখলেই অর্থ আর সৌভাগ্য উপচে পড়বে সংসারে

Last Updated:
এমনই কয়েকটি গাছের তালিকা রইল, যা সহজেই পাওয়া যেতে পারে এবং লাগানো যেতে পারে বাড়ির গার্ডেনে বা ঘরের ভিতরে টবেও!
advertisement
1/8
এই গাছগুলির মধ্যে যে কোনও একটি বাড়িতে রাখলেই অর্থ আর সৌভাগ্য উপচে পড়বে সংসারে
বাড়িতে এমনি পড়ে থাকা কোনও জায়গা আছে? কোনও জায়গায় খামতি আছে সাজানোর? গাছ অনায়াসেই সেই খামতি পূরণ করতে পারে। পাশাপাশি সুখ ও সমৃদ্ধির জন্য অনেক গাছই বাড়িতে রাখা ভালো।
advertisement
2/8
আজকাল ব্যস্ততার জীবনে সে ভাবে পার্কে গিয়ে বসা বা মাঠেঘাটে সময় কাটানো অনেকেরই সম্ভব হয় না। তবে, ফ্রেশ হতে সবুজের টাচে থাকার খুবই প্রয়োজন পড়ে। তাই বাড়িতেই যদি গাছ রাখা যায়, তা হলে সেই টাচ বজায় থাকে এবং বাড়ির সেই কর্নারটা দেখতেও ভালো লাগে।
advertisement
3/8
এ দিকে ফেং সুই (Feng Shui) মতে কিছু গাছ আছে, যা বাড়িতে রাখলে নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকা যায়। পাশাপাশি সংসারে সুখ-শান্তিও বাড়তে থাকে। এমনই কয়েকটি গাছের তালিকা রইল, যা সহজেই পাওয়া যেতে পারে এবং লাগানো যেতে পারে বাড়ির গার্ডেনে বা ঘরের ভিতরে টবেও!
advertisement
4/8
মানি প্ল্যান্ট - এই লতানো গাছ বাড়িতে রাখা খুবই ভালো বলে মনে করেন অনেকে। আর্থিক উন্নতি ও সুখ বজায় রাখার জন্য এই লাগানো যেতে পারে। এটির যত্ন করতে খুব একটা সমস্যা হয় না। খুব সহজেই বাড়িতে রাখা যায়।
advertisement
5/8
লাকি বাম্বু - ছোট ছোট বাঁশ গাছ, একদম ছোট, আজকাল অনেক দোকানেই পাওয়া যায়। এটিকে অনেকেই অফিসে, বাড়িতে বা ঘরের যে কোনও জায়গা রেখে থাকেন। এই গাছকেই লাকি বাম্বু বলা হয়ে থাকে। এই গাছগুলি একসঙ্গে বাঁধা অবস্থায় থাকে, যার নিচের শিকড়গুলো জলের মধ্যে রাখলেই চলবে।
advertisement
6/8
স্নেক প্ল্যান্ট - এই গাছ এয়ার পিউরিফাই করে। রাস্তার ধারে বাড়ি হলে এটি ঘরে রাখলে ভালো। পাশাপাশি অনেকেই বলে থাকে, এই গাছ বাড়িতে রাখলে আর্থিক উন্নতিও হয়।
advertisement
7/8
এরিকা পাম - দেখতে অত্যন্ত সুন্দর। বাড়ির যে কোনও কর্নারে রাখলে সেই জায়গার সৌন্দর্যই বাড়িয়ে দিতে পারে এই Areca Palm। পাশাপাশি একটা ফ্রেশ লুক দিতে পারে এই গাছ। অনেকেই বলে থাকে, এই গাছ বাড়িতে রাখলে পজিটিভিটি বজায় থাকে, সুখ-সমৃদ্ধিও বজায় থাকে।
advertisement
8/8
জেড প্ল্যান্ট - এই গাছ বাড়িতে রাখলেও সুখ-সমৃদ্ধি বজায় থাকে বাড়িতে। পাশাপাশি দেখতেও ভালো লাগে। এই গাছের যত্ন নিতেও খুব একটা সমস্যা হয় না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
এই গাছগুলির মধ্যে যে কোনও একটি বাড়িতে রাখলেই অর্থ আর সৌভাগ্য উপচে পড়বে সংসারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল