TRENDING:

Vastu Tips: বাস্তুমতে, ঘরের কোনদিকে ঘড়ি রাখলে টাকা আসে? কোনদিকে ভুলেও ঘড়ি রাখবেন না? পড়ুন

Last Updated:
বাস্তু মতে, বাড়িতে ভুল জায়গায় ঘড়ি রাখলে জীবনে অভাব-অনটন পিছু ছাড়ে না। অভিযোগ-অশান্তিতে জীবন জেরবার হয়ে যায়। জেনে নিন, বাস্তু মতে, বাড়িতে ঘড়ি রাখার সঠিক দিক কোনটি--
advertisement
1/5
বাস্তুমতে, ঘরের কোনদিকে ঘড়ি রাখলে টাকা আসে? কোনদিকে ভুলেও ঘড়ি রাখবেন না? পড়ুন
জীবনে কিছুতেই শান্তি পাচ্ছেন না? আর্থিক অনটন কিছুতেই পিছু ছাড়ছে না? বাস্তুশাস্ত্র মতে, হয়তো আপনার বাড়িতে সঠিক জায়গায় ঘড়ি রাখা নেই। বাস্তু মতে, বাড়িতে ভুল জায়গায় ঘড়ি রাখলে জীবনে অভাব-অনটন পিছু ছাড়ে না। অভিযোগ-অশান্তিতে জীবন জেরবার হয়ে যায়। জেনে নিন, বাস্তু মতে, বাড়িতে ঘড়ি রাখার সঠিক দিক কোনটি--
advertisement
2/5
বাস্তু অনুসারে বাড়ির পূর্ব, পশ্চিম এবং উত্তর দিক ঘড়ি রাখার জন্য উপযুক্ত। যদি দেওয়াল ঘড়ি হব, তবে বাড়ির পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকএর দেওয়ালে টাঙান।
advertisement
3/5
ঘরের দক্ষিণ দিকে ভুল করেও ঘড়ি টাঙাবেন না। পশ্চিম দিকের দেওয়ালে তখনই ঘড়ি টাঙান, যখন পূর্ব অথবা উত্তর দিকের দেওয়ালে একেবারেই ঘড়ি টাঙানোর মতো জায়গা নেই।
advertisement
4/5
বিশ্বাস করা হয়, উত্তর দিকে সম্পদের দেবতা কুবেরের বাস। তাই সেদিকে ঘড়ি লাগালে অর্থলাভ হয়। পূর্বদিক হল দেবরাজ ইন্দ্রের দিক। তাই সেদিকের দেওয়ালে ঘড়ি লাগালে ক্ষমতা প্রাপ্তি হয়।
advertisement
5/5
বিশ্বাস করা হয়, পশ্চিম দিক হল বৃষ্টির দেবতা বরুণের দিক। তাই পশ্চিম দিকের দেওয়ালে ঘড়ি লাগালে জীবনে স্থিতি আসে। তবে দক্ষিণ দিক হল যমরাজের দিক। তাই এই দিকের দেওয়ালে ভুলেও ঘড়ি লাগানো উচিত নয়। এতে যমকে আহ্বান করা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Vastu Tips: বাস্তুমতে, ঘরের কোনদিকে ঘড়ি রাখলে টাকা আসে? কোনদিকে ভুলেও ঘড়ি রাখবেন না? পড়ুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল