থরথর করে কেঁপে উঠল বন্দে ভারত ট্রেন...! C-6 কোচের 'দুই' সিটে আচমকা ঘটল ভয়ঙ্কর কাণ্ড, CCTV-তে যা দেখা গেল, চিৎকার করে উঠলেন প্যাসেঞ্জাররা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vande Bharat: আধুনিক ফিচার, দুর্দান্ত সুযোগ সুবিধা, যাত্রী স্বাচ্ছন্দে তুমুল সাফল্য ক্রমশ্যই ভারতে ট্রেন যাত্রীদের কাছে সবচেয়ে পছন্দের ট্রেন করে তুলেছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে। সময়ে ও স্বাচ্ছন্দে গন্তব্যে পৌঁছতে এই ট্রেনটিকেই টিকিট কাটার সময় প্রথম 'চয়েজ' হিসেবে রাখেন বেশিরভাগ যাত্রী।
advertisement
1/13

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। ভারতীয় রেলের সেমি হাইস্পিড এই ট্রেন নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা চরম। এই ট্রেনের টিকিট পেলে বেশিরভাগ রেলযাত্রীদেরই মন খুশিতে নেচে ওঠে। আজকের দিনে দাঁড়িয়ে রাজধানী এক্সপ্রেস ও শতাব্দীর মতো ট্রেনকেও জনপ্রিয়তায় টেক্কা দেয় এই ট্রেন।
advertisement
2/13
আধুনিক ফিচার, দুর্দান্ত সুযোগ সুবিধা, যাত্রী স্বাচ্ছন্দে তুমুল সাফল্য ক্রমশ্যই ভারতে ট্রেন যাত্রীদের কাছে সবচেয়ে পছন্দের ট্রেন করে তুলেছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে। সময়ে ও স্বাচ্ছন্দে গন্তব্যে পৌঁছতে এই ট্রেনটিকেই টিকিট কাটার সময় প্রথম 'চয়েজ' হিসেবে রাখেন বেশিরভাগ যাত্রী।
advertisement
3/13
কিন্তু এহেন বন্দে ভারত এক্সপ্রেসেও ঘটতে পারে এমন কিছু যা যাত্রীদের নিমেষে আতঙ্কের মুখে ঠেলে দিতে পারে। সম্প্রতি এই বন্দে ভারত ট্রেনেই মুজাফফরপুরের মোতিপুরে যা ঘটল তা শুনলে আঁতকে উঠবেন মুহূর্তে। গত রবিবার ঘটেছে এক ভয়ঙ্কর ঘটনা যা কাঁপিয়ে দিয়েছে ট্রেনশুদ্ধু যাত্রীদের। Representative Image
advertisement
4/13
অন্যান্য দিনের মতোই রবিবার দ্রুত বেগে ছুটছিল গোরক্ষপুর-পাটলিপুত্র ২৬৫০২ বন্দে ভারত এক্সপ্রেস। মোতিপুরের মোহাম্মদপুর বালমি গ্রামের কাছে আচমকা ট্রেনে ঘটল চমকে দেওয়া ঘটনা। থরথর করে কেঁপে উঠল গোটা ট্রেন। Representative Image
advertisement
5/13
ট্রেনের C-6 কোচের এক এবং দুই নম্বর সিটের জানালার কাচ ঝুরঝুর করে ভেঙে গেল হঠাৎ। সৌভাগ্যবশত, সেই সময় সিটে কোনও যাত্রী ছিলেন না। সেই কারণেই কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে মুহূর্তেই ঘটতে পারত বিরাট অঘটন! কিন্তু হলটা কী? আচমকা কী এমন ঘটল। Representative Image
advertisement
6/13
যদিও ঘটনার পর, ট্রেনটি নিকটবর্তী স্টেশন মুজাফফরপুর জংশনে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ভাঙা কাচ মেরামত করা হয়। এই বিষয়ে বাপুধাম মোতিহারি আরপিএফ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। Representative Image
advertisement
7/13
তদন্তে নেমে আরপিএফ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সময় যা দেখা গেল তা শুনলে শিউরে উঠবেন! সিসিটিভিতে দেখা গেল তিন-চারজন শিশুকে। মাত্র বছর দশেকের তিন-চারজন শিশু পাথর ছুঁড়ছিল ট্রেন লক্ষ্য করে। রেল সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। AI Generated Representative Image
advertisement
8/13
ঘটনাটি ঘটেছে মেহসি-মোতিপুর রেল সেকশনের ১১৬/০২ কিলোমিটার নম্বরে। সিসিটিভি ফুটেজের প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে বেশ কিছু বাচ্চা হাতে পাথর নিয়ে একের পর এক ছুড়ছে ট্রেনের জানালা দরজাকে তাক করে। AI Generated Representative Image
advertisement
9/13
আরপিএফ বাহিনী ইতিমধ্যেই ঘটনায় বন্দে ভারত ক্যামেরার সিসিটিভি রেকর্ডিং ভাল করে পরীক্ষা করছে। রেল এসপি বীণা কুমারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। শীঘ্রই দোষীদের ধরা হবে। AI Generated Representative Image
advertisement
10/13
বন্দে ভারত ট্রেন এর আগেও এমন হামলার মুখে পড়েছে :--বন্দে ভারত ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা এটিই প্রথম নয়। এই সেমি-হাই-স্পিড ট্রেনটি এর আগেও বহুবার আক্রমণ করা হয়েছে। বর্তমানে এই বন্দে ভারত ট্রেনটি এককথায় ভারতের গর্ব। ভারত সরকার দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটি বেশ কিছু বন্ধু দেশের কাছে বিক্রি করার প্রস্তুতিও নিচ্ছে। Representative Image
advertisement
11/13
২০২৩ সালে পশ্চিমবঙ্গের হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে ২ এবং ৩ জানুয়ারি বন্দে ভারত ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছিল। ঘটনায় ট্রেনের কোচের জানালা ভেঙে গিয়েছিল।
advertisement
12/13
এছাড়া কেরলে ২০২৩ সালের জুনে ত্রিচূড়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে আচমকা হামলা হয়েছিল। এরপর আগস্টে, কানিয়াপুরম-পেরিংগুঝির কাছে, অক্টোবরে মাহের কাছে এবং নভেম্বরে কাঞ্জনগড়ের কাছে বন্দে ভারত ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে।
advertisement
13/13
একইভাবে, ২০২৩ সালের নভেম্বরে কর্ণাটকে, সেপ্টেম্বরে ছত্তিশগড়ে, নভেম্বরে উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশে এবং ২০২৫ সালের জানুয়ারিতে মহারাষ্ট্রে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে বন্দে ভারত ট্রেনে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেও তিরুবনন্তপুরম-ম্যাঙ্গালুরু রুটে কুট্টিপুরমের কাছে বন্দে ভারত ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে যা নিন্দার ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
থরথর করে কেঁপে উঠল বন্দে ভারত ট্রেন...! C-6 কোচের 'দুই' সিটে আচমকা ঘটল ভয়ঙ্কর কাণ্ড, CCTV-তে যা দেখা গেল, চিৎকার করে উঠলেন প্যাসেঞ্জাররা!