TRENDING:

Indian Railways: বন্দে ভারতে আচমকা 'ব্রেক' কষলেন লোকো পাইলট! লাইনের উপর দিয়ে ছুটলেন রেলকর্মীরা, প্যাসেঞ্জাররা ঘেমে অস্থির!

Last Updated:
Indian Railways: গতি ছিল বজ্রের মতো, ট্র্যাক ছিল ফাঁকা, সবুজ সংকেত জ্বলছিল চোখ ধাঁধানো আলোয়। তবুও আচমকাই থেমে গেল বন্দে ভারত! তারপর রেললাইনে শুরু হল দৌড়ঝাঁপ, ছুটোছুটি… কী এমন ঘটল মাঝপথে?
advertisement
1/12
আচমকা বন্দে ভারতের 'ব্রেক' কষলেন লোকো পাইলট! লাইনের উপর দিয়ে ছুটলেন স্টাফেরা, আতঙ্ক!
ভারতীয় রেলের ট্রেনের তালিকায় বন্দে ভারত এক্সপ্রেস এখন যেন সবার চোখের মণি। একদিকে এই ট্রেনের চাহিদা যেমন আকাশছোঁয়া, অন্যদিকে এর স্মার্ট প্রযুক্তি, আধুনিক পরিষেবা ও চমৎকার গতি—সব মিলিয়ে এক অভিজাত ভ্রমণ অভিজ্ঞতা উপহার দেয় এই ট্রেন।
advertisement
2/12
এই ট্রেনে একবার চড়ার স্বপ্ন অনেক যাত্রীর। সেমি-হাই স্পিড এই ট্রেন ঝড়ের গতিতে গন্তব্যে পৌঁছে দেয়, তাও আবার এক রাজকীয় আরামদায়ক যাত্রার স্বাদ দিয়ে। তাই বন্দে ভারতের যাত্রা মানেই যেন ভ্রমণপ্রেমীদের কাছে এক ‘রোলার কোস্টার অভিজ্ঞান’।
advertisement
3/12
তবে, এত অত্যাধুনিক ব্যবস্থার মধ্যেও বন্দে ভারত এক্সপ্রেস মাঝেমধ্যে এমন কিছু ঘটনা তৈরি করে, যা যাত্রী তো বটেই, রেলকর্মীদের মধ্যেও ব্যাপক আলোড়ন ফেলে দেয়। সাম্প্রতিককালে এক বিরল ঘটনা ঘটল একটি বন্দে ভারত ট্রেনে।
advertisement
4/12
ঝাঁসিতে ফের চর্চায় বন্দে ভারত এক্সপ্রেস! স্টেশন ছাড়তেই হঠাৎ থেমে গেল ট্রেন, আতঙ্ক যাত্রীদের মধ্যে, কর্মীরা নেমে দৌড়ে গেলেন লাইনে... তারপর যা ঘটল! হযরত নিজামউদ্দিন থেকে খাজুরাহো যাওয়া বন্দে ভারত এক্সপ্রেস (22470) শুক্রবার ঝাঁসি থেকে ললিতপুরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই ঘটল অদ্ভুত কাণ্ড।
advertisement
5/12
চোখের পলকে ঘটল এমন কিছু, যা এই ট্রেনের ইতিহাসেই নজিরবিহীন বলা চলে। সব ঠিকঠাক ছিল—ট্রেন ছিল নিজের পরিচিত দ্রুত গতিতে, একের পর এক স্টেশন পেরিয়ে এগিয়ে চলছিল গন্তব্যের দিকে। যাত্রীদের চেহারায় প্রশান্তির ছাপ। কিন্তু আচমকাই একটি কোচে কিছু অস্বাভাবিক জিনিস চোখে পড়ে।
advertisement
6/12
গতি ছিল বজ্রের মতো, ট্র্যাক ছিল ফাঁকা, সবুজ সংকেত জ্বলছিল চোখ ধাঁধানো আলোয়—তবুও আচমকাই থেমে গেল বন্দে ভারত! তার পর রেললাইনে শুরু হল দৌড়ঝাঁপ, ছুটোছুটি… কী এমন ঘটল মাঝপথে? আতঙ্কে জর্জরিত যাত্রীরা ভাবতেই পারেননি, এমন একটা জার্নি অপেক্ষা করছিল তাঁদের জন্য!
advertisement
7/12
বিষয়টি বুঝতে পেরে সতর্ক হয়ে পড়েন রেলকর্মীরা, এবং ট্রেন থামিয়ে দেন লোকো পাইলট। এই ঘটনাটি এতটাই আকস্মিক ও রহস্যময় যে রেল যাত্রীদের মধ্যে নেমে আসে চাপা উদ্বেগ। রেল কর্তৃপক্ষও গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখছে। বন্দে ভারত এক্সপ্রেস যেমন গতির জন্য পরিচিত, তেমনই এ ধরনের ঘটনা যেন স্মরণ করিয়ে দেয়—পথ যতই আধুনিক হোক না কেন, সতর্কতা ও নিরাপত্তা সবসময় প্রথম।
advertisement
8/12
হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে শুক্রবার, যখন হযরত নিজামউদ্দিন থেকে খাজুরাহোগামী বন্দে ভারত এক্সপ্রেস (22470) ঝাঁসি ছেড়ে মাত্র ১ কিলোমিটার দূরত্বে পৌঁছেছে। সবুজ সংকেত থাকা সত্ত্বেও ট্রেন হঠাৎ মাঝপথেই দাঁড়িয়ে যায়। যাত্রীদের চোখে মুখে আতঙ্ক। লোকো পাইলটের কেবিনে উত্তেজনা।
advertisement
9/12
স্টাফদের মধ্যে দেখা যায় ব্যস্ততা ও চাঞ্চল্য—কেউ ছুটছেন লাইনের উপর, কেউ কেবিনের দিকে দৌড়চ্ছেন। এই ট্রেনটি ঝাঁসি-মুম্বই রুটের মূল লাইনে প্রায় ২০ মিনিট ধরে থেমে থাকে। রেল কর্তৃপক্ষও মুখে কুলুপ এঁটেছে—কোনও কারিগরি ত্রুটি, নাকি অন্য কিছু, কেউ নিশ্চিত করে বলছেন না।
advertisement
10/12
এদিকে এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটমাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে উত্তেজিত লোকো পাইলটকে, যিনি প্রশ্নের উত্তরে ক্ষোভ প্রকাশ করছেন।
advertisement
11/12
বন্দে ভারতের সময়সূচি: হযরত নিজামউদ্দিন থেকে খাজুরাহো যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টায় ছাড়ে এবং দুপুর ২:২০-তে খাজুরাহো পৌঁছয়। একই দিনে ফের বিকেল ২:৫০-এ খাজুরাহো থেকে ছেড়ে রাত ১১:১০-এ নিজামউদ্দিন ফেরে। এই ট্রেন সপ্তাহে ৬ দিন চলে, শুধুমাত্র সোমবার বন্ধ থাকে।
advertisement
12/12
এত আধুনিক ট্রেন হঠাৎ থেমে গেলে নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন ওঠে, তা স্বাভাবিক। এখন দেখার, রেল কত দ্রুত তদন্ত করে কারণ জানায় এবং যাত্রীদের আশ্বস্ত করতে পারে। ট্রেন থেমেছে ঠিকই, কিন্তু উত্তেজনার গতি এখন আরও চড়া—প্যাসেঞ্জারদের মনেও, নেটদুনিয়াতেও।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: বন্দে ভারতে আচমকা 'ব্রেক' কষলেন লোকো পাইলট! লাইনের উপর দিয়ে ছুটলেন রেলকর্মীরা, প্যাসেঞ্জাররা ঘেমে অস্থির!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল