Propose Day 2025: হাঁটু মুড়ে বসে প্রিয়তমাকে মনে কথা বলার আগে জেনে নিন কোথা থেকে এল এই প্রথা! প্রপোজ ডে তে রইল হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজ!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
শুরু হয়েছে ভালবাসার সপ্তাহ বা 'ভ্যালেন্টাইন উইক'। শীত শেষে বসন্তকে ধরা হয় ভালবাসার ঋতু অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসকে ধরা হয় ভালবাসার মাস হিসাবে।
advertisement
1/7

শুরু হয়েছে ভালবাসার সপ্তাহ বা 'ভ্যালেন্টাইন উইক'। শীত শেষে বসন্তকে ধরা হয় ভালবাসার ঋতু অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসকে ধরা হয় ভালবাসার মাস হিসাবে। (প্রতীকী ছবি)
advertisement
2/7
গতকাল গিয়েছে 'রোজ ডে' বা 'গোলাপ দিবস' আর আজ ফেব্রুয়ারির ৮ তারিখ হল 'প্রপোজ ডে'। এই দিনই দুরু দুরু বুকে ভালবাসার মানুষকে মনের কথা বলার দিন। (প্রতীকী ছবি)
advertisement
3/7
হাঁটু গেড়ে বসে মনের মানুষকে প্রপোজ করা হয়। কিন্তু, জানেন কী কোথা থেকে এসেছে এই নিয়ম?মনে করা হয়, ইংরেজি ছবি 'সেভেন চান্সেস'- কমিক চরিত্র বাস্টার কীটন ছবির নায়িকাকে ঠিক এভাবেই হাঁটু মুড়ে বসে প্রেমের প্রস্তাব জাহির করেছিলেন। (প্রতীকী ছবি)
advertisement
4/7
আদতে প্রিয় মানুষটির প্রতি আবেগ এবং অনুভুতি বোঝাতে হাঁটু মুড়ে প্রেমের প্রস্তাব জানিয়েছিলেন কমিক চরিত্র বাস্টার। এই চলচ্চিত্র এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে গোটা ইউরোপ জুড়েই এই রীতি প্রচলিত হয়ে পড়ে। (প্রতীকী ছবি)
advertisement
5/7
এটি নির্বাক চলচ্চিত্র হলেও এই অঙ্গভঙ্গি মনে ধরে গোটা বিশ্ববাসীর। তারপর থেকেই প্রেম জাহিরের এই রসায়ন জনপ্রিয় হয়ে ওঠে। (প্রতীকী ছবি)
advertisement
6/7
মনে করা হয়, এই দিনেই অস্ট্রিয়ান আর্চডিউক ম্যাক্সিমিলান মেরি অফ বার্গান্ডিকে হিরের আংটি নিয়ে প্রেমের প্রস্তাব জানান। (প্রতীকী ছবি)
advertisement
7/7
১৮৯৬ সালের আরও একটি ঘটনা রয়েছে যা আজ থেকে বহুযুগ ১৮১৬ সালে রাজকন্যা শার্লট এবং তাঁর হবু স্বামী বাগদানের অনুষ্ঠান এই দিনেই হয়। তারপর থেকেই ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিন পালিত হয় প্রপোজ ডে হিসাবে। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Propose Day 2025: হাঁটু মুড়ে বসে প্রিয়তমাকে মনে কথা বলার আগে জেনে নিন কোথা থেকে এল এই প্রথা! প্রপোজ ডে তে রইল হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজ!