Rose Day 2025: প্রেমিক বা প্রেমিকাকে গোলাপ দেবেন? 'রোজ ডে'-র পিছনে রয়েছে এক করুণ প্রেমের ইতিহাস। জানেন?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভ্যালেন্টাইন সপ্তাহ বা 'ভ্যালেন্টাইন উইক',। এই সপ্তাহের প্রথম দিন ধরা হয় 'রোজ ডে' বা হিসাবে। প্রেমের উৎসবের প্রথম দিন হিসাবে মনে করা হয় এই দিনটিকে।
advertisement
1/5

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভ্যালেন্টাইন সপ্তাহ বা 'ভ্যালেন্টাইন উইক',। এই সপ্তাহের প্রথম দিন ধরা হয় 'রোজ ডে' বা হিসাবে। প্রেমের উৎসবের প্রথম দিন হিসাবে মনে করা হয় এই দিনটিকে। প্রতীকী ছবি
advertisement
2/5
এই দিন গোলাপ হাতে দুরুদুরু বুকে মনের মানুষকে প্রাণের কথা বলে দেওয়ার দিন। কিন্তু, কখনও ভেবে দেখেছেন গোলাপ দিয়ে প্রেমের এই পথচলার ইতিহাস কবে শুরু হয়েছিল? আজকে তা নিয়েই আলোচনা করা যাক তবে। (প্রতীকী ছবি)
advertisement
3/5
রোজ ডে' বা গোলাপ দিবস গোটা প্রেমের সপ্তাহটার সুর বেঁধে দেওয়ার কাজ করে থাকে। তাই মনের মানুষকে নিজের ভালবাসার কথাটা বলার আগে জেনে নিন আজকের দিনের ইতিহাসটা। এই গোলাপ দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে অমোঘ প্রেম কাহিনী রোমিও-জুলিয়েটের কথা। (প্রতীকী ছবি)
advertisement
4/5
এই নাটকে বারংবার ঘুরে ফিরে এসেছে গোলাপ। এই নাটক সম্বন্ধে শেক্সপীয়র লিখেছিলেন "A rose by any other name would smell as sweet"। অর্থাৎ এই নাটকে রোমিও নিজের প্রেমিকা জুলিয়েটকে সদ্য ফোটা গোলাপের মতন মিষ্টি হিসাবে বর্ণিত করেছেন। (প্রতীকী ছবি)
advertisement
5/5
আর এখান থেকেই নিজের প্রেমকে জাহির করার অন্যতম মাধ্যম হিসাবে উঠে এসেছে লাল গোলাপ। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে ভ্যালেন্টাইন সপ্তাহের প্রথম দিনটি স্পেশাল বানিয়ে দেয় একটা লাল গোলাপ আর শেক্সপীয়রের সেই অমোঘ উক্তি "'A rose by any other name would smell as sweet"
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Rose Day 2025: প্রেমিক বা প্রেমিকাকে গোলাপ দেবেন? 'রোজ ডে'-র পিছনে রয়েছে এক করুণ প্রেমের ইতিহাস। জানেন?