TRENDING:

ভিডিও কলে গার্লফ্রেন্ড, অদ্ভুত শব্দটা কিসের! পরিবার বলে ওঠে, 'বাবু, কী করছিস তুই?' তার পরেই...

Last Updated:
Video Call: ঘরে বসে ভিডিও কলে কথা বলছিলেন প্রেমিকার সঙ্গে। তখনই অদ্ভুত এক শব্দ হতে থাকে। পরিবারের সদস্যরা অবাক হয়ে যান, সবাই মিলে জিজ্ঞাসা করতে থাকেন, "কী করছ তুমি বাবু?" তার পর যা হল, জানলে শিউরে উঠবেন।
advertisement
1/7
ভিডিও কলে গার্লফ্রেন্ড, 'অদ্ভুত শব্দ'! 'বাবু, কী করছিস...' বলতে না বলতেই যা হল..
ঘরে বসে ভিডিও কলে কথা বলছিলেন প্রেমিকার সঙ্গে। তখনই অদ্ভুত এক শব্দ হতে থাকে। পরিবারের সদস্যরা অবাক হয়ে যান, সবাই মিলে জিজ্ঞাসা করতে থাকেন, "কী করছ তুমি বাবু?" তার পর যা হল, জানলে শিউরে উঠবেন।
advertisement
2/7
**প্রেমের সম্পর্কে বাধা:** যুবকের নাম আসগর আলি। তিনি ও তাঁর প্রেমিকা এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন এবং তাঁরা পরস্পরকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু মেয়েটির পরিবার এই সম্পর্কের বিপক্ষে ছিল। তার পরেই ভয়ানক পরিণাম।
advertisement
3/7
দেওরিয়া: উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, আসগর নামের ওই যুবক আত্মহত্যা করেছেন। প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময়ই নিজেকে শেষ করে দেন ওই যুবক।
advertisement
4/7
পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশের দেওরিয়ার ২১ বছর বয়সি আসগর আলি নামে এক ইলেকট্রিশিয়ান বুধবার ভিডিও কলে কথা বলার সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
advertisement
5/7
আসগরের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিস্তারিত জানার জন্য প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে আসগর তাঁর প্রেমিকার সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা কথা বলেন। কথোপকথনের সময় তাঁদের মধ্যে একটি তর্ক হয়, যার পরিপ্রেক্ষিতে আসগর ভিডিও কলেই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন।
advertisement
6/7
মেয়েটি দ্রুত যুবকের বাবাকে বিষয়টি জানায়। পরিবারের লোকজন দরজা খুলে দেখেন আসগর সিলিং ফ্যান থেকে ঝুলছেন। এরপর তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
advertisement
7/7
### পুলিশের বক্তব্য পুলিশ জানিয়েছে, ফোনের ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ঘটনা সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া যাবে। তারা মেয়েটির বিবৃতি রেকর্ড করেছে। তবে এখনও পর্যন্ত মৃতের পরিবার মেয়ে বা তার পরিবারের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি। মামলার আরও তদন্ত চলছে। অন্যদিকে, মৃতের পরিবার শোকের মধ্যে রয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ভিডিও কলে গার্লফ্রেন্ড, অদ্ভুত শব্দটা কিসের! পরিবার বলে ওঠে, 'বাবু, কী করছিস তুই?' তার পরেই...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল