পুজোয় নতুন করে আলো দিয়ে সেজে উঠুক আপনার সাধের ঘরখানাও! রইল ফাটাফাটি ৫ উপায়
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
কী কী ধরণের আলো আপনার সাধের বাড়িকে আরও সুন্দর করে তুলতে পারে দেখে নিন।
advertisement
1/6

শুরু হয়ে গিয়েছে বিশ্বজনীন দুর্গাপুজোর কাউন্টডাউন। ২০২০ এবং ২০২১ সালে করোনার জন্য পুজোটা মনমরা হলেও, এ বারে ভয়ের মতো পরিস্থিতি এখনও নেই। ফলে মন খুলে সাজিয়ে তুলুন আপনার চারপাশখানা। পুজোর মরসুমে আলোর রোশনাই ছাড়া যেন অসম্পূর্ণই থেকে অন্দর মহলের যে কোনও সাজ। যতই অন্য উপকরণ দিয়ে ঘর সাজানো হোক না কেন, হরেক রকম আলো ব্যবহার না করলে সাজটাই মাটি!কারুর বাড়িতে অতিথি আসেন কিংবা কেউ সুন্দর সাজানো ঘরেই একলা নিজের মতো করেই পুজোর দিনগুলো কাটাতে পছন্দ করেন। কী কী ধরণের আলো আপনার সাধের বাড়িকে আরও সুন্দর করে তুলতে পারে দেখে নিন।
advertisement
2/6
বসার ঘরের পরিবেশ মনোরম করে তুলতে খুব সুন্দর ভাবেই নরম আলোর প্যানেল লাইট ব্যবহার করতে পারেন। জমাটি আড্ডার জন্য আদর্শ এটি।
advertisement
3/6
আপনার পুজোর ঘর, বারান্দা, সিঁড়ি সাজিয়ে তুলুন এলইডি লাইটে।
advertisement
4/6
বসার ঘর কিম্বা পুজোর ঘর সাজিয়ে তুলুন স্পটলাইট দিয়ে। এতে ঘর অনেক বেশি উজ্জ্বল ও বড় দেখায়।
advertisement
5/6
সাবেকি সাজে অন্দর সাজাতে বসার ঘরে বা বাড়িতে ঢোকার রাস্তায় সাজিয়ে নিন শৌখিন ঝাড়বাতি দিয়ে।
advertisement
6/6
সোফাসেটের পাশে কিম্বা ড্রেসিং টেবিলের সামনে অ্যাক্সেন্ট লাইট রাখতে পারেন। হালকা আলোয় ভীষণ রোম্যান্টিক হয়ে উঠবে আপনার ঘর।