TRENDING:

জমি বন্ধক রেখে করেছিলেন বিয়ে! ভোর হতেই প্রেমিকের সঙ্গে বেপাত্তা কনে!

Last Updated:
উত্তরপ্রদেশের বরাবাঁকি অঞ্চলে এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিয়ের জন্য যখন সব প্রস্তুতি শেষ তখনই পালিয়ে গেল কনে! প্রেমিকের সঙ্গে কনে পালিয়ে যাওয়ায় এমন ঘটনায় হুলস্থুল কাণ্ড ঘটেছে বরাবাঁকি এলাকায়।
advertisement
1/5
বিয়ের রাতে তুমুল নাচ বরের! ভোর হতেই প্রেমিকের সঙ্গে বেপাত্তা কনে!
উত্তরপ্রদেশের বরাবাঁকি অঞ্চলে এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিয়ের জন্য যখন সব প্রস্তুতি শেষ তখনই পালিয়ে গেল কনে! প্রেমিকের সঙ্গে কনে পালিয়ে যাওয়ায় এমন ঘটনায় হুলস্থুল কাণ্ড ঘটেছে বরাবাঁকি এলাকায়।
advertisement
2/5
জানা গিয়েছে, বিয়ে হওয়ার কথা ছিল উত্তরপ্রদেশের বাসিন্দা সুনীল কুমার এবং পল্লবীর। বিয়ের প্রস্তুতি চলছিল জোরকদমে, বরযাত্রীও হাজির হয়েছিল। দুজনের মধ্যে মালাবদলও হয়। এমনকি রাতে বরকে খুশিতে নাচতেও দেখা যায়। কিন্তু , রাত কাটতেই পরিস্থিতি বদলে যায়, কনেকে বিদায় জানানোর যখন সময় আসে তখন দেখা যায় নিজের ঘরেই নেই কনে! শুরু হয়ে যায় খোঁজ খোঁজ।
advertisement
3/5
খোঁজার পরেও কোনও হদিশ পাওয়া যায়নি। অনেক ঘণ্টা কেটে যায়, কিন্তু দুই পরিবারের কেউই গোটা এলাকা থেকে কোথাও পল্লবীকে খুঁজে পাননি। এরপরেই পরিবারের মধ্যে শুরু হয় টেনশন। শেষে, বরের বাড়ির পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
advertisement
4/5
পুলিশ সূত্রে খবর, বাঁকি থানা থেকে জানা গিয়েছে কনে সম্ভবত প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে।
advertisement
5/5
পুলিশ মনে করছে, মাঝরাতের দিকে যখন বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যায় তখনই সে ঘর ছেড়ে পালিয়ে যায়। ইতিমধ্যেই, পুলিশ সিসিটিভি ফুটেজ এবং মোবাইলের ফোনের রেকর্ড চেক করতে শুরু করেছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
জমি বন্ধক রেখে করেছিলেন বিয়ে! ভোর হতেই প্রেমিকের সঙ্গে বেপাত্তা কনে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল