Unknown Interesting Knowledge: সাইকেল বা গাড়ির টায়ারের রঙ সবসময় কালো হয় কেন? জানেন এর পিছনের আশ্চর্য কারণ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Unknown Interesting Knowledge: টায়ারের মূল কাঁচামাল অর্থাৎ ল্যাটেক্স বা রাবারের রঙ হয় সাদা। কিন্তু টায়ার যখন তৈরি হয়ে আসে সেটি কেন কালো হয় তা কখনও ভেবে দেখেছেন?
advertisement
1/5

টায়ারের মূল কাঁচামাল অর্থাৎ ল্যাটেক্স বা রাবারের রঙ হয় সাদা। কিন্তু টায়ার যখন তৈরি হয়ে আসে সেটি কেন কালো হয় তা কখনও ভেবে দেখেছেন? টায়ার কালো রাখার মূল কারণ কী? জানতেই আজকের এই প্রতিবেদন।
advertisement
2/5
জানা যায়, ১৮৯৫ সালে টায়ার যখন প্রথম তৈরি করা হয় তখন কিন্তু এর রঙ সাদাই ছিল। তা হলে এখন কালো কেন? হয়তো অনেকেই বলবেন যে, রাস্তার ধুলো, বালি, ময়লা এবং কাদা যেহেতু টায়ারে লাগে তাই কালো রঙকেই বেছে নেওয়া হয়েছে। কিন্তু না। এর পিছনে যে কারণ রয়েছে তা শুনলে আপনিও নিঃসন্দেহে হতবাক হবেন।
advertisement
3/5
মূলত টায়ারের আয়ু বাড়াতে এবং টেকসই করতে রাবারের সঙ্গে কার্বন ব্ল্যাক মেশানো হয়। শুধু শুধু মজবুত করার জন্যই নয়, দীর্ঘ দিন ধরে গাড়ি বা সাইকেল ব্যবহারের ফলে সেই সাইকেলের টায়ারের গ্রিপ নষ্ট হয়ে যায়। রাস্তার সঙ্গে ঘর্ষণে সহজেই গরম হয়ে ওঠে টায়ার। ফলে যে কোনও মুহূর্তে টায়ার ফেটে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এই সব দিক থেকে বাঁচাতেই টায়ার কালো রাখার সিদ্ধান্ত।
advertisement
4/5
নানাবিধ প্রতিকূলতা থেকে টায়ারকে বাঁচাতে কার্বন ব্ল্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এটি টায়ারের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও সূর্যের অতি বেগুনি রশ্মি টায়ারের রাবারকে দ্রুত শক্ত করে দেয়। ফলে টায়ারের আয়ু কমে যায়। কিন্তু কার্বন ব্ল্যাক অতি বেগুনি রশ্মির হাত থেকে টায়ারকে রক্ষা করে।
advertisement
5/5
তার মানে এই নয় যে, অন্য রঙের টায়ার তৈরি হয় না। তবে টেকসইয়ের দিকটি বিচার করেই টায়ারের রঙ মূলত কালো করে থাকে প্রস্তুতকারী সংস্থাগুলি। তাই আমাদের আশেপাশে চোখ রাখলে আমরা কালো রঙের টায়ারই বেশি দেখে থাকি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Unknown Interesting Knowledge: সাইকেল বা গাড়ির টায়ারের রঙ সবসময় কালো হয় কেন? জানেন এর পিছনের আশ্চর্য কারণ!