GK: কোথায় প্রেমিকা না থাকলে ট্যাক্স দিতে হয়? কেন্দ্রীয় বাজেটের দিন জানুন অদ্ভূত কর সম্পর্কে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Union Budget 2025 GK Where do you have to pay taxes if you do not have lover: বিশ্বে এমন কিছু বিষয়ের জন্য ট্যাক্স নেওয়া হয় যা জানলে অবাক হবেন আপনিও। দেশের কেন্দ্রীয় বাজেটের দিন আপনাদের জানাবো এমনই কিছু কর সম্পর্কে।
advertisement
1/6

বর্তমানে প্রায় সবকিছু কেনার জন্য আমরা কর দিয়ে থাকি। জিনিস ছোট ছোট জিনিস কিনে আমরা বুঝতেও পারি না যে তার মধ্যেও কর ধরা থাকে।
advertisement
2/6
১ ফেব্রুয়ারি পেশ করা হচ্ছে দেশের কেন্দ্রীয় বাজেট ২০২৫। বিশেষ দিন আপনাদের জানাবো এমন কিছু কর সম্পর্কে যা জানলে অবাক হবেন আপনিও।
advertisement
3/6
এই সমস্ত বিষয়ের জন্যও কর হতে পারে তা অনেকের কাছেই অজানা। আচ্ছা বলুন তো দেখি, কোথায় প্রেমিকা না থাকলে আপনাকে ট্যাক্স দিতে হবে?
advertisement
4/6
কি প্রশ্ন পড়ে অবাক হলেন? অবাক হলেও এটা সত্যি। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু হিংসিম খেয়েছেন অনেকেই। সাধারণ জ্ঞানের জন্য জেনে রাখুন উত্তর।
advertisement
5/6
ব্যাচেলার থাকতে হলে ট্যাক্স দিতে হয় আমেরিকার মিসৌরি শহরে। এখানে ২১ থেকে ৫০ বছর বয়সী ব্যাচেলার পুরুষদের কাছ থেকে ট্যাক্স হিসেবে নেয়া হয় ১ ডলার।
advertisement
6/6
ব্যাচেলারদের বিয়েতে উৎসাহ দিতেই এউ কর আদায় করা হয়ে থাকে। যাতে কর থেকে বাঁচতে ব্যাচেলাররা নিজের পার্টনার খুঁজে নেন ও বিয়ে করে নেয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: কোথায় প্রেমিকা না থাকলে ট্যাক্স দিতে হয়? কেন্দ্রীয় বাজেটের দিন জানুন অদ্ভূত কর সম্পর্কে