Relationship news: 'মামাই আমার সব'! বিদেশি বোনঝির প্রেমে পাগল মামাও, 'সইতে না পেরে' ঘটালেন ভয়ঙ্কর ঘটনা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Love affair news: ভারতে মামা-ভাগ্নীর সম্পর্ক গুরুজন এবং স্নেহভাজনের মতো। সেখানে অন্য কোনও বিষয় ভাবতেও পারেন না ভারতীয় সমাজের মানুষজন। কিন্তু উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে একটি ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
1/5

ভারতে মাম-ভাগ্নীর সম্পর্ক গুরুজন এবং স্নেহভাজনের মতো। সেখানে অন্য কোনও বিষয় ভাবতেও পারেন না ভারতীয় সমাজের মানুষজন। কিন্তু উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে একটি ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতীকী ছবি।
advertisement
2/5
জানা গিয়েছে, নেপাল থেকে মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন এক তরুণী। খুব অল্প সময়ের মধ্যেই মামার প্রেমে পড়ে যান তরুণী। প্রতীকী ছবি।
advertisement
3/5
দুজনের মধ্যে সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছয় যে দুজনে একা থাকবে বলে ভাবেন। কিন্তু পরে তাঁরা বুঝতে পারেন মামা এবং বোনঝির একসঙ্গে থাকা সমাজের চোখে ভাল দেখায় না। প্রতীকী ছবি।
advertisement
4/5
আলাদা থাকার জ্বালা শহ্য করতে না পেরে দুজনেই বিষ খেয়ে নিজেদের শেষ করার চেষ্টা করেন। পরিবারের সদস্যেরা দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করেন। প্রতীকী ছবি।
advertisement
5/5
পুলিশ সূত্রে খবর বোনঝি নেপালের বাসিন্দা। ঘটনাটি কী ভাবে ঘটল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিজের পরিবারের মামা এবং বোনঝি সম্পর্কে জড়িয়ে পড়ায় নিজেদের গ্রামে বিপদে পড়েছেন পরিবারের বাকি সদস্যরা। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Relationship news: 'মামাই আমার সব'! বিদেশি বোনঝির প্রেমে পাগল মামাও, 'সইতে না পেরে' ঘটালেন ভয়ঙ্কর ঘটনা