advertisement
1/10

প্রায় বেশিরভাগ মানুষই রুদ্রাক্ষের মালা ও ব্রেসলেট পড়তে পছন্দ করে থাকেন ৷ রুদ্রাক্ষ আসলে একটি পলের বীজ মাত্র ৷ পুরাণে বর্ণিত আচে রুদ্রাক্ষ আসলে ভগবান শিবের চোখের জল থেকে উৎপন্ন হয়েছে ৷ তাই রুদ্রাক্ষকে অতি শুভ বলে মনে করা হয়ে থাকে ৷ রুদ্রাক্ষ ধারণ করলেই শরীরে ও মনে এক ইতিবাচক বার্তা বহন করে ৷ রুদ্রাক্ষের সঠিক ব্যবহারে কর্মক্ষেত্রে ব্যাপক সফলতা আসে ৷ উন্নতির শিখরে আসতে সময় লাগেনা বেশি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/10
এক নজরে দেখে নেওয়া যাক যে যে রুদ্রাক্ষ কর্মক্ষেত্রে এনে দেবে ব্যাপক সাফল্য ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/10
রাজনৈতিক ক্ষেত্রে কেরিয়ার গড়তে একমুখী অথবা চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মিলবে ফল ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/10
ওকালতিকে পেশা হিসেবে বেছে নিতে হলে চার, ছয়, তেরোমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/10
চিকিৎসাবিদ্যাকে পেশা করতে হলে এক, সাত, আট আর এগারোমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মিলবে ভাল ফল ৷ মেডিক্যাল স্টোর বা ওষুধ সংক্রান্ত বিষয়ে কাজ করতে হলে সাত, দশমুখী রুদ্রাক্ষ ধারণ করলে পাওয়া যাবে ভাল ফল ৷ ছবি সংক্রান্ত ৷
advertisement
6/10
আর্মি বা পুলিশে কাজ করার বাসনা থাকলে নয়, চার, তেরোমুখী রুদ্রাক্ষ অত্যন্ত কার্যকর ৷ ছবি সংক্রান্ত ৷
advertisement
7/10
পড়ুয়াদের অত্যন্ত ভাল ভবিষ্যত গঠনে এক, এগারো, চোদ্দমুখী রুদ্রাক্ষ পড়লে মিলবে সুফল ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/10
ভূ-সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কাজ করতে চাইলে তিন, চার, চোদ্দমুখী রুদ্রাক্ষ অত্যন্ত ভাল ফল দেবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
9/10
ব্যাঙ্কে কাজ করার ইচ্ছে মনে থাকলে এগারো, তেরোমুখী রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত জরুরি ৷ অনেক বাধা বিপত্তি করবে দূর ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
10/10
তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে নিজের পেশা হিসেবে গ্রহণ করতে ইচ্ছুকেরা সাত, আট, দশ ও এগারোমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে ৷ ছবি সংগৃহীত ৷