TRENDING:

Tulsi Plant Growth Tips in Monsoon: লকলকিয়ে বাড়বে তুলসী গাছ...মঞ্জরীতে ভরে যাবে, বর্ষাকালে দিন ‘এই সাদা’ পাউডার! দাম ২ টাকাও নয়, বাচ্চাদের লাগে আবার গাছের জন্যেও উপকারী

Last Updated:
তুলসী গাছের শিকড় পঁচে যাওয়া রুখতে এবং তুলসী গাছের স্বাস্থ্য ভাল রাখতে অনেক ঘরোয়া উপায়ই ব্যবহার করা উচিত৷ কারণ, বর্ষাকালে তুলসী গাছের বিশেষ যত্ন নেওয়া উচিত৷ এই প্রতিবেদনে আমরা আলোচনা করব, তুলসী গাছের যত্ন নিতে কী কী করা যেতে পারে৷
advertisement
1/8
লকলকিয়ে বাড়বে তুলসী গাছ...বর্ষাকালে দিন ‘এই সাদা’ পাউডার! দাম ২ টাকাও নয়
প্রতিটা সংসারেই তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ গুরুজনেরা মনে করেন, তুলসী গাছে সবুজ সতেজ পাতা থাকার অর্থ, সংসারে শান্তি-সমৃদ্ধি বজায় থাকা৷ কিন্তু...
advertisement
2/8
আমরা অনেকেই তুলসী গাছের বৃদ্ধির দিকে বা যত্নের দিকে বিশেষ নজর দিই না৷ বিশেষ করে বর্ষাকালে তো আমরা মনে করি তুলসী গাছ এমনি এমনিই লকলকিয়ে বেড়ে উঠবে বর্ষার জল পেয়ে৷ কিন্তু, জানবেন, এমনটা সবসময় হয় না৷ বরং হয় উল্টো৷
advertisement
3/8
বর্ষাকালে অনেকসময়ই দেখা যায় তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে৷ কারণ বর্ষাকালে অনেক সময়ই তুলসী গাছের মাটি ভিজে থাকে৷ এতে তুলসী গাছের মাটিতে পোকা হয়ে যায়, অনেক সময় ছাতাও পড়ে, যা আমরা দেখতে পাই না৷ এতে ধীরে ধীরে পঁচে যায় তুলসী গাছের শিকড়৷
advertisement
4/8
তুলসী গাছের শিকড় পঁচে যাওয়া রুখতে এবং তুলসী গাছের স্বাস্থ্য ভাল রাখতে অনেক ঘরোয়া উপায়ই ব্যবহার করা উচিত৷ কারণ, বর্ষাকালে তুলসী গাছের বিশেষ যত্ন নেওয়া উচিত৷ এই প্রতিবেদনে আমরা আলোচনা করব, তুলসী গাছের যত্ন নিতে কী কী করা যেতে পারে৷
advertisement
5/8
তুলসী গাছে বর্ষাকালে কম জল লাগে। কিন্তু কেউ কেউ প্রতিদিন পুজোর সময় নিয়ম করে জল ঢালেন তাহলে তুলসী গাছের শিকড় পচতে শুরু করে এবং গাছ নষ্ট হয়ে যায়। সব সময় মনে রাখবেন, টবের মাটি শুকিয়ে গেলে তবেই তুলসী গাছের গোড়ায় জল দিন। তুলসী গাছের জন্য মাটির টব ব্যবহার করলেই ভাল৷
advertisement
6/8
কারণ, প্লাস্টিক বা চিনামাটির টবে থাকা মাটি সহজে শুকোতে চায় না৷ আর ২-৩দিন মাটি ভিজে থাকলেই তাতে ছত্রাক জন্মে যায়৷ এই ছত্রাক কিন্তু আপনি চোখে দেখতে পাবেন না৷ শুধু দেখবেন, টবে থাকা তুলসী গাছ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে৷ তাছাড়া, যে টবে তুলসী গাছ থাকে, সেই টবে যেন অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় ব্যবস্থা থাকে৷
advertisement
7/8
তুলসী গাছের গোড়ায় দুধ স্প্রে করলেও উপকার পাওয়া যায়। এ ছাড়া বাচ্চাদের বোর্ড বা স্লেটে লেখার জন্য ব্যবহৃত চক গুঁড়ো করে তুলসী গাছের টবের মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন৷ এতে গাছের বৃদ্ধি ভাল হয়। পোকামাকড়, ছত্রাক দূর হয়৷ ক্যালসিয়ামের ঘাটতির কারণে এমনকি শুকিয়ে যাওয়া গাছে আবার নতুন পাতা আসতে শুরু করে।
advertisement
8/8
তুলসী গাছের শিকড় দ্রুত ছড়িয়ে পড়ে, পাত্রের নীচে যদি দেখেন একগুচ্ছ শিকড় বেরিয়ে এসেছে, তাহলে জানবেন এতে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গিয়েছে। এই ধরনের পরিস্থিতিতে, বর্ষা ঋতুতে অন্য পাত্রে গাছ স্থানান্তর সর্বোত্তম উপায়। বর্ষাকালে আপনি শিকড় ছাঁটাইও করতে পারেন এবং এটি অন্য পাত্রে স্থানান্তর করতে পারেন। আর একটু রোদ উঠলেই তুলসী গাছের টব রেখে দিন সেখানে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Tulsi Plant Growth Tips in Monsoon: লকলকিয়ে বাড়বে তুলসী গাছ...মঞ্জরীতে ভরে যাবে, বর্ষাকালে দিন ‘এই সাদা’ পাউডার! দাম ২ টাকাও নয়, বাচ্চাদের লাগে আবার গাছের জন্যেও উপকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল