Tribe Rituals: বিয়ের আগেই মা হন মহিলারা, ইচ্ছেমতো বদলান সঙ্গীও! ভারতের কোথায় এই জায়গা জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tribe Rituals: এই উপজাতির মধ্যে লিভ ইন সম্পর্ক হল খুবই সাধারণ বিষয়। আর এই সম্পর্কের মাধ্যমেই তাঁরা তাঁদের পার্টনার খুঁজে নেন।
advertisement
1/10

শহরাঞ্চলের দিকে লিভ ইন সম্পর্ক দেখা গেলেও, গ্রামের দিকে বিশেষ করে উপজাতিদের মধ্যে লিভ ইন সম্পর্ক দেখা যায় কিনা, তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু ভারতে এমনই এক উপজাতি রয়েছে, যাদের মধ্যে লিভ ইন সম্পর্কের চল রয়েছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
2/10
এই উপজাতির মধ্যে লিভ ইন সম্পর্ক হল খুবই সাধারণ বিষয়। আর এই সম্পর্কের মাধ্যমেই তাঁরা তাঁদের পার্টনার খুঁজে নেন।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/10
রাজস্থান এবং গুজরাটের অনেকটা অংশ জুড়ে বাস করেন গারাসিয়া উপজাতিরা। এই উপজাতির বেশিরভাগ মহিলাই বিয়ের আগে মা হয়ে যান। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/10
এই উপজাতিতে নারী-পুরুষ বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাস করে এবং নারীরাও বিয়ের আগে মা হন। নারীদের অধিকার আছে তাঁদের ইচ্ছামতো পুরুষ সঙ্গী বেছে নেওয়ার। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/10
এখানে বিয়ের জন্য দুই দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। যুবক এবং যুবতীরা এই মেলায় জড়ো হন এবং কাউকে পছন্দ হলে ওই তাকে সঙ্গে নিয়ে একা থাকতে শুরু করে দেন।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/10
তারপর তাঁরা বিয়ে না করে একে অপরের সঙ্গে মিলনও চাইলে করতে পারেন। এরপরে গ্রামে ফিরে আসলে তাঁদের বাবা-মা খুব ধুমধাম করে বিয়ে দেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/10
তবে তাঁরা চাইলে বিয়ে না করেও থাকতে পারেন। এই উপজাতিতে এমন লিভ-ইন এর প্রথা বহু বছরের পুরনো। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/10
ধারণা করা হয়, কয়েক বছর আগে এই উপজাতির চার ভাই অন্য কোথাও গিয়ে বসবাস শুরু করেন। এর মধ্যে ৩ জন ভারতীয় রীতি অনুযায়ী বিয়ে করলেও, এক ভাই বিয়ে না করেই একটি মেয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
9/10
ওই তিন ভাইয়ের কোনও সন্তান ছিল না, কিন্তু চতুর্থ ভাইয়ের একটি সন্তান ছিল। তখন থেকেই এখানে লিভ-ইন এর প্রথা শুরু হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
10/10
জানা গেছে, গারাসিয়া মহিলারা ইচ্ছা করলে প্রথম সঙ্গী থাকা সত্ত্বেও দ্বিতীয় মেলায় দ্বিতীয় সঙ্গী বেছে নিতে পারেন। এমনকী বিয়ের আগেও বহু মহিলা মা হয়ে যান।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Tribe Rituals: বিয়ের আগেই মা হন মহিলারা, ইচ্ছেমতো বদলান সঙ্গীও! ভারতের কোথায় এই জায়গা জানেন?