Trending Viral Story: মা ও মেয়ে একসঙ্গে গর্ভবতী, হাসপাতালে হবু সন্তানদের 'বাবা'র নাম দেখে চিকিৎসকের চোখ কপালে, কী লেখা ছিল? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Trending Viral Story:এক মা ও মেয়ে একইসময়ে গর্ভবতী হন। একসঙ্গে হাসপাতালেও যান। সেখানে গর্ভস্থ শিশু কেমন আছে, তা জানতে মা ও মেয়ের আল্ট্রাসাউন্ড করেন চিকিৎসকরা। এর পর রিপোর্ট বার হয়। সেই রিপোর্টে হবু সন্তানের বাবার নাম দেখে চোখ কপালে ওঠে চিকিৎসকদের।
advertisement
1/8

ইদানীং ভাইরালের যুগ! চোখের পলক পড়ার আগেই নেট দুনিয়ায় শেয়ার হচ্ছে নানা কনটেন্ট। সেগুলি ভাইরাল হতেও সময় লাগে না। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি মা ও মেয়ের ভিডিও, যা দেখে নেটিজেনদের মুখ হাঁ! কাঁপন ধরেছে গোটা নেটদুনিয়ায়। ঠিক কী ঘটেছিল?
advertisement
2/8
তবে গোড়া থেকেই বলা যাক! এক মা ও মেয়ে একইসময়ে গর্ভবতী হন। একসঙ্গে হাসপাতালেও যান। সেখানে গর্ভস্থ শিশু কেমন আছে, তা জানতে মা ও মেয়ের আল্ট্রাসাউন্ড করেন চিকিৎসকরা। এর পর রিপোর্ট বার হয়। সেই রিপোর্টে হবু সন্তানের বাবার নাম দেখে চোখ কপালে ওঠে চিকিৎসকদের। বাবার নামের জায়গায় কী লেখা ছিল?
advertisement
3/8
আগে একটু অতীতে যেতে হবে। মায়ের নাম ড্যানি সুইং। মেয়ের নাম জেড টিন। তাঁরা আমেরিকার বাসিন্দা। জেড-এর বয়স যখন ২২ বছর, তখন ড্যানি আর তাঁর স্বামীর বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ৪৪ বছরের ড্যানি ফের প্রেমে পড়েন। তাঁর প্রেমিকের নাম নিকোলাস। ড্যানি আর নিকোলাস বিয়ে করেন, নতুন করে ঘর বাঁধেন। সেখানে মেয়ে জেড-কেও সঙ্গে এনে রাখেন ড্যানি।
advertisement
4/8
সবকিছুই ঠিক চলছিল। আচমকাই ছন্দপতন। জেড তাঁর সৎ বাবা নিকোলাসের প্রতি আকৃষ্ট হন। নিকোলাস-ও সৎ মেয়ে জেডকে ভালবেসে ফেলেন। ড্যানিকে না জানিয়েই এগোতে থাকে তাঁদের সম্পর্ক।
advertisement
5/8
তা হলে বিষয়টি কী দাঁড়াল? নিকোলাস একদিকে যেমন স্ত্রী ড্যানির সঙ্গে দাম্পত্যে রয়েছেন, তেমনি প্রেম করে যাচ্ছেন সৎ মেয়ে জেড-এর সঙ্গেও। ড্যানি যদিও প্রথমে বিষয়টি জানতেন না।
advertisement
6/8
একসময় গর্ভবতী হলেন ড্যানি আর জেড। মা ও মেয়ে। চমকের বিষয় হল, হবু সন্তানের বাবা একজনই। নিকোলাস। অর্থাৎ, একদিকে যেমন স্বামী নিকোলাসের সন্তান গর্ভে আসে ড্যানির, তেমনি সৎ বাবা নিকোলাসের সন্তানও গর্ভে আসে জেড-এর।
advertisement
7/8
যদিও ড্যানি মেয়ের গর্ভবর্তী হওবার বিষয়টি ভাল ভাবেই মেনে নেন। দু'জনে একসঙ্গে হাসপাতালেও যান পরীক্ষা করাতে। যদিও হবু সবন্তানের বাবার নাম দেখে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চোখ ছানাবড়া।
advertisement
8/8
সম্প্রতি জেড ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেছেন, সেখানে তিনি বলেন, বর্তমানে মা, মেয়ে ও সৎ বাবা একসঙ্গেই থাকেন। তারা একই খাটে শোন। নিকোলাস জানান, 'আগে আমরা ৩ জন ছিলাম। এখন আমরা ৫ জন হতে চলেছি। খুব খুশি'। অন্যদিকে দেড-এর মা ড্যানি বলেন, ' আমরা সবাই এক ছাদের তলায় আছি, এতেই আমরা খুশি।''
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Trending Viral Story: মা ও মেয়ে একসঙ্গে গর্ভবতী, হাসপাতালে হবু সন্তানদের 'বাবা'র নাম দেখে চিকিৎসকের চোখ কপালে, কী লেখা ছিল? পড়ুন