TRENDING:

Snake in Bathroom: বাথরুমে 'দৈত্যাকার' অজগর, স্নান করতে গিয়ে যা পরিণতি হল গৃহকর্তার, জানলে শিউরে উঠবেন

Last Updated:
Snake in Bathroom: সকাল সকাল বাথরুমে গিয়েছিলেন প্রাতক্রিয়া করতে ও স্নান করতে। কিন্তু সেখানেই যে বিপদ অপেক্ষা করথে তা ভ্রুণাক্ষরে টের পাননি। টয়লেটে বসেছিলেন ওই ব্যক্তি। হঠাৎই তার নজর পড়ে এক দৈত্যাকার শাপ। যেন তারই অপেক্ষায় ছিলেন ওই বিশালাকার পাইথন।
advertisement
1/5
বাথরুমে 'দৈত্যাকার' অজগর, স্নানে গিয়ে যা পরিণতি হল গৃহকর্তার, জানলে শিউরে উঠবেন
সকাল সকাল বাথরুমে গিয়েছিলেন প্রাতক্রিয়া করতে ও স্নান করতে। কিন্তু সেখানেই যে বিপদ অপেক্ষা করথে তা ভ্রুণাক্ষরে টের পাননি। টয়লেটে বসেছিলেন ওই ব্যক্তি। হঠাৎই তার নজর পড়ে এক দৈত্যাকার শাপ। যেন তারই অপেক্ষায় ছিলেন ওই বিশালাকার পাইথন।
advertisement
2/5
এমন দৃশ্য দেখে ভয়ে আত্মারাম খাঁচা হয়ে যায় ওই ব্যক্তির। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। বাথরুম থেকে বেরিয়ে যাওয়ার মত সাহসও সেই সময় দেখাতে পারছিলেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে।
advertisement
3/5
সাক্ষাৎ মৃত্যুতে চোখের সামনে দেখে কিছু সময় স্তম্ভিত হয়ে যান ওই ব্যক্তি। তারপর কোনওরকমে বাথরুম থেকে বেরিয়ে খবর দেন সাপ উদ্ধারকারী দলকে। ফোন পেয়ে তড়িঘড়ি ওই ব্যক্তির বাড়িতে পৌছায় সাপ উদ্ধারকৈরা দলের সদস্য।
advertisement
4/5
সাপ উদ্ধারকারী দলের সদস্য কিছু সময়ের প্রচেষ্টাতেই বিশালাকার পাইথনটি উদ্ধার করে তাকে খাঁচা বন্দি করে। বাড়ির বাথরুমে কোথা থেকে এত বড় সাপ এল তা নিয়ে এখনও আতঙ্কিত রয়েছেন ওই ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকাতেও।
advertisement
5/5
এই সাপের দুটি ছবি সাপ উদ্ধারকারী সংস্থার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। পাইথনটির দৈর্ঘ্য সত্যিই চমকে দেওয়ার জন্য ও ভয় ধরানোর জন্য যথেষ্ট। যা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। প্রাণে বেঁচে যাওয়ায় আপাতত স্বস্তিতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ওই ব্যক্তি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake in Bathroom: বাথরুমে 'দৈত্যাকার' অজগর, স্নান করতে গিয়ে যা পরিণতি হল গৃহকর্তার, জানলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল