TRENDING:

Twin Sisters: তুলকালাম সোশ্যাল মিডিয়ায়! একই সঙ্গে Pregnant, একই দিনে সন্তানের জন্ম যমজ বোনের, দুই পুত্র দেখতে একই রকমের

Last Updated:
Twin Sisters: চোখে না দেখলে বিশ্বাস করাই অসম্ভব প্রায়
advertisement
1/12
একই সঙ্গে Pregnant, একই দিনে সন্তানের জন্ম যমজ বোনের, দুই পুত্র দেখতে একই রকমের
বিশেষত যখন চোখে কোনও যমজ পড়ে সেই সময়ে অতি সহজেই চোখ যেন বারেবারে সেই সেই দিকেই চলে যায় ৷ ফাইল ছবি ৷
advertisement
2/12
এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে যা বিশ্বাস করা অত্যন্ত মুশকিল ৷ এক্কেবারে এক দেখতে যমজ জিল জাস্টিয়ানি (Jill Justiniani) ও এরিন চেপল্যাক (Erin Cheplak) একই সঙ্গে সন্তানের জন্ম দিয়েছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
3/12
সেই বাচ্চারও এমনঘটনা প্রকাশ্যে এসেছে যা কেড়ে নিতে পারে রাতের ঘুম ৷ ফাইল ছবি ৷
advertisement
4/12
আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জিল জাস্টিয়ানি (Jill Justiniani) ও এরিন চেপল্যাক (Erin Cheplak) একই সময়ে কনসিভ করার চেষ্টা করেছিলেন কিন্তু এই কথায় তেমন বিশ্বাস ছিলনা যে সেই দিনই হাসপাতালে নিজের সন্তানের জন্ম দেবেন ৷ ফাইল ছবি ৷
advertisement
5/12
এমনকী তাঁদের সন্তানদের দেখতে হুবহু এক তাঁদের ওজনও একই ৷ জিল জাস্টিয়ানি (Jill Justiniani) ও এরিন চেপল্যাক (Erin Cheplak) মাত্র কয়েক বণ্টার ব্যবধানে তাঁদের পুত্র সিলাস ও অলিভারকে স্বাগত জানিয়েছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
6/12
দ্য মিরের রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে এই দুই নবজাতকের 7lbs 3oz ও লম্বাই 20cm ৷ শুনলে চমকে যাবেন এই দুই বোন তাঁদের সন্তান নিয়ে দারুণ পরিকল্পনাও করেছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
7/12
একই সঙ্গে গর্ভবতী হওয়ার পরিলকল্পনা করেছথিলেন যাতে অতি সহজেই তাঁরা সন্তানদের মানুষ করতে পারেন ৷ ফাইল ছবি ৷
advertisement
8/12
তাঁদের ইচ্ছা ছিল একই সঙ্গে মাতৃত্ব অনুভব করার ৷ জিলের জন্য ৫ মে সি সেকশনের জন্য ধার্য করা হয়েছিল ৷ ফাইল ছবি ৷
advertisement
9/12
তবে তাঁরা কখনও কল্পনাও করতে পারেননি যে তাঁদের সন্তানের জন্ম একই দিনে হবে ৷ ফাইল ছবি ৷
advertisement
10/12
চিকিৎসক জানতে পারেন অলিভার মধ্যবর্তী অবস্থায় আছে ৷ এরিনেরও এই সময়ে লেবার পেন হতে থাকে ৷ ফাইল ছবি ৷
advertisement
11/12
তবে ৫ মে সকালেই যখন মাতৃত্বের স্বাদ পেন সেটি সব থেকে আশ্চর্যের ছিল ৷ জিল ও তাঁর স্বামী সি সেকশনের জন্য অপেক্ষা করছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
12/12
মাত্র কয়েক ঘণ্টা পরে এরিন ও জেচ হাসপাতালে পৌঁছন ৷ এরিনের সন্তানের নম্যাল ডেলিভারি হয় ৷ ফাইল ছবি ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Twin Sisters: তুলকালাম সোশ্যাল মিডিয়ায়! একই সঙ্গে Pregnant, একই দিনে সন্তানের জন্ম যমজ বোনের, দুই পুত্র দেখতে একই রকমের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল