Twin Sisters: তুলকালাম সোশ্যাল মিডিয়ায়! একই সঙ্গে Pregnant, একই দিনে সন্তানের জন্ম যমজ বোনের, দুই পুত্র দেখতে একই রকমের
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Twin Sisters: চোখে না দেখলে বিশ্বাস করাই অসম্ভব প্রায়
advertisement
1/12

বিশেষত যখন চোখে কোনও যমজ পড়ে সেই সময়ে অতি সহজেই চোখ যেন বারেবারে সেই সেই দিকেই চলে যায় ৷ ফাইল ছবি ৷
advertisement
2/12
এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে যা বিশ্বাস করা অত্যন্ত মুশকিল ৷ এক্কেবারে এক দেখতে যমজ জিল জাস্টিয়ানি (Jill Justiniani) ও এরিন চেপল্যাক (Erin Cheplak) একই সঙ্গে সন্তানের জন্ম দিয়েছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
3/12
সেই বাচ্চারও এমনঘটনা প্রকাশ্যে এসেছে যা কেড়ে নিতে পারে রাতের ঘুম ৷ ফাইল ছবি ৷
advertisement
4/12
আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জিল জাস্টিয়ানি (Jill Justiniani) ও এরিন চেপল্যাক (Erin Cheplak) একই সময়ে কনসিভ করার চেষ্টা করেছিলেন কিন্তু এই কথায় তেমন বিশ্বাস ছিলনা যে সেই দিনই হাসপাতালে নিজের সন্তানের জন্ম দেবেন ৷ ফাইল ছবি ৷
advertisement
5/12
এমনকী তাঁদের সন্তানদের দেখতে হুবহু এক তাঁদের ওজনও একই ৷ জিল জাস্টিয়ানি (Jill Justiniani) ও এরিন চেপল্যাক (Erin Cheplak) মাত্র কয়েক বণ্টার ব্যবধানে তাঁদের পুত্র সিলাস ও অলিভারকে স্বাগত জানিয়েছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
6/12
দ্য মিরের রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে এই দুই নবজাতকের 7lbs 3oz ও লম্বাই 20cm ৷ শুনলে চমকে যাবেন এই দুই বোন তাঁদের সন্তান নিয়ে দারুণ পরিকল্পনাও করেছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
7/12
একই সঙ্গে গর্ভবতী হওয়ার পরিলকল্পনা করেছথিলেন যাতে অতি সহজেই তাঁরা সন্তানদের মানুষ করতে পারেন ৷ ফাইল ছবি ৷
advertisement
8/12
তাঁদের ইচ্ছা ছিল একই সঙ্গে মাতৃত্ব অনুভব করার ৷ জিলের জন্য ৫ মে সি সেকশনের জন্য ধার্য করা হয়েছিল ৷ ফাইল ছবি ৷
advertisement
9/12
তবে তাঁরা কখনও কল্পনাও করতে পারেননি যে তাঁদের সন্তানের জন্ম একই দিনে হবে ৷ ফাইল ছবি ৷
advertisement
10/12
চিকিৎসক জানতে পারেন অলিভার মধ্যবর্তী অবস্থায় আছে ৷ এরিনেরও এই সময়ে লেবার পেন হতে থাকে ৷ ফাইল ছবি ৷
advertisement
11/12
তবে ৫ মে সকালেই যখন মাতৃত্বের স্বাদ পেন সেটি সব থেকে আশ্চর্যের ছিল ৷ জিল ও তাঁর স্বামী সি সেকশনের জন্য অপেক্ষা করছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
12/12
মাত্র কয়েক ঘণ্টা পরে এরিন ও জেচ হাসপাতালে পৌঁছন ৷ এরিনের সন্তানের নম্যাল ডেলিভারি হয় ৷ ফাইল ছবি ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Twin Sisters: তুলকালাম সোশ্যাল মিডিয়ায়! একই সঙ্গে Pregnant, একই দিনে সন্তানের জন্ম যমজ বোনের, দুই পুত্র দেখতে একই রকমের