ট্রেনের টিকিট ছিঁড়ে গেলে বা হারিয়ে গেলে কী করবেন? TTE এলেই দেখান 'এই জিনিস'...! কোনও ভয় নেই
- Published by:Tias Banerjee
Last Updated:
Indian Railways News: ট্রেনে টিকিট ছাড়া যাত্রা করা অপরাধ এবং এর জন্য জরিমানা আরোপ করা হয়। যদি আপনার টিকিট হারিয়ে যায় বা ছিঁড়ে যায়, তাহলে আপনি ডুপ্লিকেট টিকিট নিয়ে যাত্রা করতে পারবেন। জেনে নিন সেই পদ্ধতি। নয়তো বিপদে পড়বেন।
advertisement
1/7

ট্রেনে যাত্রার সময় টিকিট হারিয়ে গেলে বা ছিঁড়ে গেলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। অনেক সময় দ্রুত যাত্রার চাপে টিকিট সামলে রাখা সম্ভব হয় না বা অসাবধানতাবশত সেটি হারিয়ে যায়। তবে চিন্তার কিছু নেই। ভারতীয় রেলওয়ের নির্দিষ্ট নিয়ম মেনে সহজেই আপনি ডুপ্লিকেট টিকিট পেতে পারেন। কী ভাবে? (Representative Image: AI)
advertisement
2/7
ট্রেনে টিকিট ছাড়া যাত্রা করা অপরাধ এবং এর জন্য জরিমানা আরোপ করা হয়। যদি আপনার টিকিট হারিয়ে যায় বা ছিঁড়ে যায়, তাহলে আপনি ডুপ্লিকেট টিকিট নিয়ে যাত্রা করতে পারবেন। জেনে নিন সেই পদ্ধতি। নয়তো বিপদে পড়বেন। (Representative Image: AI)
advertisement
3/7
ট্রেনে যাত্রা করার জন্য টিকিট থাকা প্রয়োজন। এমনকি রেলওয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করতে হলে প্ল্যাটফর্ম টিকিটও থাকা দরকার। টিকিট ছাড়া ট্রেনে যাত্রা করা অপরাধ। যদি কাউকে টিকিট ছাড়া যাতায়াত করতে দেখা যায়, তবে রেলওয়ে তাকে জরিমানা করবে, যা টিকিটের মূল্যের চেয়ে অনেক বেশি হতে পারে। (Representative Image: AI)
advertisement
4/7
অনেক সময় দেখা যায়, টিকিট হারিয়ে বা ছিঁড়ে যায়। এতে যাত্রী খুব সমস্যায় পড়ে। তবে, যদি এমনটি ঘটে, তাহলে আপনাকে চিন্তা করার কিছু নেই। যদি আপনার রিজার্ভেশন করা থাকে, তাহলে হারানো টিকিটের জন্য আপনি সহজেই ডুপ্লিকেট টিকিট পেতে পারেন। (Representative Image: AI)
advertisement
5/7
বিভিন্ন শ্রেণির জন্য ডুপ্লিকেট টিকিট পাওয়ার নিয়ম এবং ফি আলাদা। একজন যাত্রী ট্রেনে TTE-এর কাছে গিয়ে ডুপ্লিকেট টিকিট পেতে পারেন। যদি আপনার যাত্রা শুরু না হয়ে থাকে, তবে টিকিট কাউন্টারে গিয়েও ডুপ্লিকেট টিকিট পাওয়া যাবে। (Representative Image: AI)
advertisement
6/7
**কত টাকা খরচ হবে?** ভারতীয় রেলওয়ের সরকারি ওয়েবসাইট indianrail.gov.in অনুযায়ী, ডুপ্লিকেট টিকিট পাওয়ার জন্য আপনাকে কিছু ফি দিতে হবে। দ্বিতীয় শ্রেণী এবং স্লিপার ক্লাসের জন্য ডুপ্লিকেট টিকিট পেতে ফি হবে ৫০ টাকা। এর চেয়ে উপরের শ্রেণির জন্য ফি হবে ১০০ টাকা। (Representative Image: AI)
advertisement
7/7
যদি একটি কনফার্মড টিকিট রিজার্ভেশন চার্ট প্রস্তুত হওয়ার পর হারিয়ে যায়, তবে ডুপ্লিকেট টিকিট পাওয়ার জন্য আপনাকে ভাড়ার ৫০% ফি দিতে হবে। যদি আপনার হারানো টিকিট পরে পাওয়া যায়, তাহলে আপনি উভয় টিকিট রেলওয়ে কাউন্টারে দেখিয়ে ডুপ্লিকেট টিকিটের ফি ফেরত নিতে পারবেন, তবে হারানো টিকিটের জন্য কোনো রিফান্ড দেওয়া হবে না। (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ট্রেনের টিকিট ছিঁড়ে গেলে বা হারিয়ে গেলে কী করবেন? TTE এলেই দেখান 'এই জিনিস'...! কোনও ভয় নেই