Best Nightlife: নৈশ জীবনের হাতছানি! অন্ধকার নামতেই যেন কোনও জাদুকাঠির ছোঁয়ায় জেগে ওঠে ভারতের এই সব শহর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Travel Tips best destination for nightlife: বিশ্বের কিছু বড় শহরে দিনের বেলার থেকে রাতের সৌন্দর্য আরও বেশি। আর তা দেখার মতোও বটে। এই যেমন অনেকেই নৈশ জীবন উপভোগ করতে সটান পাড়ি দেন সেই সুদূর ব্যাঙ্কক। বিশ্বের নানা প্রান্ত থেকেও সেখানে পর্যটকেরা ভিড় জমান। তবে মজার বিষয় হচ্ছে, আমাদের দেশের কয়েকটি বড় শহরের নৈশ জীবন বেশ উপভোগ্য। দেখে নেওয়া যাক সেই সব শহরের ছবি।
advertisement
1/8

সূর্য পাটে বসতে না বসতেই যেন আলোক উজ্জ্বল হয়ে ওঠে শহরের আনাচ-কানাচ। বিলাসবহুল নাইটক্লাবের দরজা খুলে যায়। জমে ওঠে পানাহার। আর নাচ-গানে মেতে ওঠে মানুষ। আর এভাবেই সারা দিনের কাজের শেষে নৈশ জীবন চেটেপুটে উপভোগ করে খানিকটা নিয়ে পেয়ে যায় তারা। বিশ্বের কিছু বড় শহরে দিনের বেলার থেকে রাতের সৌন্দর্য আরও বেশি। আর তা দেখার মতোও বটে। এই যেমন অনেকেই নৈশ জীবন উপভোগ করতে সটান পাড়ি দেন সেই সুদূর ব্যাঙ্কক। বিশ্বের নানা প্রান্ত থেকেও সেখানে পর্যটকেরা ভিড় জমান। তবে মজার বিষয় হচ্ছে, আমাদের দেশের কয়েকটি বড় শহরের নৈশ জীবন বেশ উপভোগ্য। দেখে নেওয়া যাক সেই সব শহরের ছবি।
advertisement
2/8
চেন্নাই: সন্ধ্যে নামতে না নামতেই যেন ভোলই পাল্টে যায় শহরের। বিলাসবহুল নাইটক্লাবগুলির দরজা খুলে যায় এবং মনে হয় যেন সারা শহর উত্তেজনায় ফুটছে। এখানকার নৈশ জীবন দিনের চেয়েও বেশি সুন্দর। হই-হুল্লোড় থেকে পার্টি - চলতে থাকে সারা রাত ধরে।
advertisement
3/8
মুম্বই: মুম্বইকে মায়ানগরী বলে ডাকা হয়। বহু মানুষের স্বপ্নের এই শহর কখনওই ঘুমোয় না। জেগেই স্বপ্ন দেখায়। শহরের পাব, বার, রেস্তোরাঁ, হোটেল যেন সারা রাত ধরে হুল্লোড় করে। রাত বারোটা হোক কিংবা ভোর চারটে - শহরটা যেন ঝলমল করে। তাই এই শহরকে আবার অনেকেই ফান সিটি বলেও ডাকেন। এমনও বলা হয় যে, রাতের অন্ধকারে আলোয় উজ্জ্বল মুম্বইয়ের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়।
advertisement
4/8
দিল্লি: কুল নাইটলাইফের কথা উঠলে প্রথমেই মাথায় আসে দিল্লির নাম। এখানে রাতভর অবাধে ঘুরে বেড়ানো যেতে পারে। যাঁরা লং ড্রাইভে অথবা বারে যেতে চান, তাঁদের জন্য একেবারে আদর্শ। আসলে রাতে খুবই কম যানজট থাকে এবং ঘোরাঘুরি করতেও বেশ মজা লাগে। ইন্ডিয়া গেট থেকে বাংলা সাহেব পর্যন্ত শহরটা যেন আনন্দে ভরে ওঠে।
advertisement
5/8
পুণে: পড়াশোনা করতে কিংবা চাকরি সূত্রে এখানে ভিড় জমান তরুণ-তরুণীরা। দিনের বেলার সৌন্দর্যকে হার মানায় রাতের রোশনাই। সন্ধে নামলেই কাফে, পাব এবং রেস্তোরাঁগুলির আলো জ্বলে ওঠে। ফলে প্রাণবন্ত হয়ে ওঠে শহরটা।
advertisement
6/8
গোয়া: অধিকাংশ তরুণ-তরুণীর স্বপ্নের জায়গা হল গোয়া। দিনের বেলায় সমুদ্রের গর্জন ও নৈসর্গিক দৃশ্য। আবার সন্ধে নামলেই ছবিটা বদলে যেতে থাকে। নরম আলো জ্বলে ওঠে। রাতের সমুদ্রকে সাক্ষী রেখে গানবাজনা, পানাহারে মেতে ওঠেন পর্যটকরা।
advertisement
7/8
কলকাতা: কলকাতা তো সিটি অফ জয়। আনন্দের এই শহরের নৈশ জীবনও বড়ই সুন্দর। বিভিন্ন এলাকায় রয়েছে কাফে, রেস্তোরাঁ, নাইটক্লাব, পানশালা। যা দিনের শেষে অক্সিজেনটুকু দিতে পারে। এছাড়া রাতের কলকাতা বড়ই মায়াবী। রাত বাড়লে লং ড্রাইভে বেরিয়ে পড়ে শহর ঘুরে দেখার মজাটাই আলাদা।
advertisement
8/8
হায়দরাবাদ: হায়দরাবাদও নৈশ জীবনের জন্য পারফেক্ট। আর তা উপভোগ করার জন্য থাকতে হবে বেগমপেট, বানজারা হিলস এবং সোমাজিগুদা। এখানকার ক্লাব, পাব, বার এবং লাউঞ্জ বেশ বিখ্যাত। রাতভর আনন্দে মেতে থাকেন তরুণ-তরুণীরা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Best Nightlife: নৈশ জীবনের হাতছানি! অন্ধকার নামতেই যেন কোনও জাদুকাঠির ছোঁয়ায় জেগে ওঠে ভারতের এই সব শহর