Transport: বলুন তো গাড়ি বা বাসে সবচেয়ে নিরাপদ ‘সিট’ কোনটি? ওঠার আগে সব সবসময় মাথায় রাখুন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Transport: যাত্রার সময় সকলের মনেই এই প্রশ্ন জাগে যে, তাঁরা যে গাড়িতে বসেছেন তাতে সবচেয়ে নিরাপদ আসন কোনটি? চলুন আজ আপনাদের জানাই গাড়ি, বাসে, ট্রেন সবচেয়ে নিরাপদ আসন কোনটি।
advertisement
1/7

যাত্রার সময় সকলের মনেই এই প্রশ্ন জাগে যে, তাঁরা যে গাড়িতে বসেছেন তাতে সবচেয়ে নিরাপদ আসন কোনটি? চলুন আজ আপনাদের জানাই গাড়ি, বাসে, ট্রেন সবচেয়ে নিরাপদ আসন কোনটি।
advertisement
2/7
গাড়িতে সবচেয়ে নিরাপদ আসনআপনি যদি ৭ আসনের গাড়িতে ভ্রমণ করেন। তবে, সামনের বা পেছনের সিটে না বসে মাঝের সিটে বসবেন।
advertisement
3/7
বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে গাড়ির মাঝের আসনটি সবচেয়ে নিরাপদ। ছোট গাড়িতে থাকলেও মাঝের সিটে বসুন। এ কারণেই মানুষ বৃদ্ধ ও শিশুদের মাঝের আসনে বসায়।
advertisement
4/7
বাসে সবচেয়ে নিরাপদ আসনআপনি যদি বাসে ভ্রমণ করেন তবে ৩০ থেকে ৩৫ নম্বর সিট নেওয়ার চেষ্টা করুন। অর্থাৎ মাঝখানের টায়ারের উপরে যে আসন।
advertisement
5/7
এই আসনটিকে সবচেয়ে নিরাপদ মনে করা হয়। আপনি বাসে এই সিটে থাকলে, দুর্ঘটনায় আহত হওয়ার সম্ভাবনা অন্যান্য যাত্রীদের তুলনায় কম।
advertisement
6/7
ট্রেনে সবচেয়ে নিরাপদ আসনআপনি যদি ট্রেনে ভ্রমণ করেন তবে দুটি জিনিস মাথায় রাখুন। প্রথম কথা হল আপনি ট্রেনের মাঝের বগিতে আপনার সিট বুক করুন।
advertisement
7/7
দ্বিতীয়ত, আপনি মাঝের বগিতেও একটি মাঝারি আসন বুক করতে পারেন। এখানে মিডল সিট মানে মিডল বার্থ নয়। মধ্যম আসন মানে ৩৩ থেকে ৩৫ নম্বর আসন। আসলে, একটি AC3 কোচে 72টি আসন রয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Transport: বলুন তো গাড়ি বা বাসে সবচেয়ে নিরাপদ ‘সিট’ কোনটি? ওঠার আগে সব সবসময় মাথায় রাখুন