TRENDING:

Traits of men who like older women: সেই কোন যুগ থেকে বয়সে বড় মহিলাদের প্রতি বেশি আকর্ষিত হন পুরুষেরা, কেন জানেন? সমীক্ষার চাঞ্চল্যকর রিপোর্ট

Last Updated:
যুগ যুগ ধরে দেখা যাচ্ছে, বয়সে বড় মহিলাদের প্রতি বেশি আকর্ষিত হন পুরুষেরা। এক-ই ভাবে মহিলারাও বেশি পছন্দ করেন বয়সে ছোট পুরুষকে। মাঝ-বয়সে এসে বহু মহিলাই পরকীয়ায় জড়ান! কেন এমনটা হয়? জানাচ্ছে সমীক্ষা–
advertisement
1/6
সেই কোন যুগ থেকে বয়সে বড় মহিলাদের প্রতি বেশি আকর্ষিত হন পুরুষেরা, কেন জানেন?
সম্পর্কের সমীকরণ সত্যিই খুব জটিল। কে যে কোথায় মন খোয়াবে, তা বলা কঠিন। তবে যুগ যুগ ধরে দেখা যাচ্ছে, বয়সে বড় মহিলাদের প্রতি বেশি আকর্ষিত হন পুরুষেরা। এক-ই ভাবে মহিলারাও বেশি পছন্দ করেন বয়সে ছোট পুরুষকে। মাঝ-বয়সে এসে বহু মহিলাই পরকীয়ায় জড়ান! কেন এমনটা হয়? জানাচ্ছে সমীক্ষা–
advertisement
2/6
বয়সের সঙ্গেসঙ্গে একজন মহিলা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তাঁরা তখন অনেক দৃপ্ত। অন্যের জন্য কথায়-কথায় নিজেকে বদলানোর কথা ভাবেন না। অল্প বয়সী পুরুষেরা মহিলাদের এই আত্মবিশ্বাস খুব পছন্দ করে।
advertisement
3/6
মাঝ বয়সী মহিলারা জীবনের অনেকটা চরাই-উতরাই পেরিয়ে এসেছেন! ভাল সময় যেমন দেখেছেন, সাক্ষী হয়েছেন সংসারের খারাপ সময়েরও! তাঁরা অনেক বেশি পরিণত। অনেক বেশি পরিপক্ক। অল্প বয়সী পুরুষেরা পরিণত মহিলাদের প্রতি বেশি আকৃষ্ট হন।
advertisement
4/6
সম্পর্কে আবেগপ্রবণ হওয়া খুব জরুরি। মাঝ বয়সী মহিলারা ইমোশনাল দিন থেকে অনেক বেশি পরিণত হন, তাঁরা পুরুষের মানসিকতা বেশি ভাল বোঝেন।
advertisement
5/6
যে-সমস্ত পুরুষ অভিব্যক্তিপূর্ণ, তাঁরা বয়স্ক মহিলাদের প্রতি আকৃষ্ট হন। একটা বয়সের পর অনেক মহিলাই জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে, অনুভব করতে উন্মুক্ত থাকেন, যা অল্প বয়সী পুরুষদের কাছে আকর্ষণীয় বলে মনে হয়।
advertisement
6/6
মাঝ বয়সী মহিলারা সাধারণত অনেক বেশি স্বাধীনচেতা হন। তাঁদের এই বৈশিষ্ট্য অল্প বয়সী পুরুষদের আকৃষ্ট করে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Traits of men who like older women: সেই কোন যুগ থেকে বয়সে বড় মহিলাদের প্রতি বেশি আকর্ষিত হন পুরুষেরা, কেন জানেন? সমীক্ষার চাঞ্চল্যকর রিপোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল