Indian Railways: রেলস্টেশনের মাইক বন্ধ করতে ভুলে গেলেন মহিলা কর্মী! তারপর যা শোনা গেল...হাসতে হাসতে পেটে খিল সকলের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Train Viral News: সম্প্রতি স্টেশনের মাইক্রোফোনকে কেন্দ্র করেই ঘটল বিপত্তি। লখনউয়ের একটি স্টেশনে ঘোষণার পর মাইক্রোফোন বন্ধ করতে ভুলে যান মহিলা কর্মী।
advertisement
1/7

যেকোনও রেলস্টেশনে গেলেই শোনা যাবে মাইক্রোফোনে ভেসে আসছে কারও গলা। ট্রেনের সময়, কোন দিক থেকে আসছে, এছাড়াও শুরু আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা শোনা যায় ট্রেনের মাইক থেকে। Image AI
advertisement
2/7
সম্প্রতি এই মাইক্রোফোনকে কেন্দ্র করেই ঘটল বিপত্তি। লখনউয়ের একটি স্টেশনে ঘোষণার পর মাইক্রোফোন বন্ধ করতে ভুলে যান মহিলা কর্মী। সেখান থেকেই বাধে বিপত্তি। মহিলাকর্মীর কাণ্ডে হেসে খুন নেটনাগরিকরা।
advertisement
3/7
ট্রেনের আসা যাওয়ার প্ল্যাটফর্ম, ট্রেনের আসার সময়, যাত্রীদের সতর্ক থাকা উচিত এবং তাদের ব্যাগ এবং পার্সের যত্ন নেওয়া উচিত এমন বিভিন্ন ধরণের ঘোষণা করেন রেলওয়ের ঘোষক।
advertisement
4/7
লখনউয়ের চারবাগ স্টেশনে একই ভাবে ‘যাত্রীগণ কৃপায়া ধ‍্যান দে’ বলে স্বাভাবিকভাবেই রেলের বার্তা বলেন ওই মহিলা কর্মী। কিন্তু তারপরেই তিনি মাইক বন্ধ করতে ভুলে যান।
advertisement
5/7
এরপরেই তাঁকে বলতে শোনা যায়, ‘লোকগুলোকে দেখ, কেমন বেহায়াদের মতো মহিলাদেরকে দেখছে’। কথা শুনে বোঝা যায় তিনি তাঁর বন্ধুস্থানীয়া কাউকেই বলছিলেন ওই কথা।
advertisement
6/7
তবে মাইক তখনও চালু থাকায় ট্রেনের মাইকেই শোনা যায় এই কথা। তারপরেই স্টেশন জুড়ে হাসির রোল। স্টেশনের ওই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়।
advertisement
7/7
প্রায় ৩১ সেকেন্ডের এই ভিডিওতে ব্যবহারকারীরা প্রচুর মন্তব্য করেছেন। শুধু তাই নয়, ১ লাখ ৭৪ হাজারেরও বেশি বার এটি দেখা হয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: রেলস্টেশনের মাইক বন্ধ করতে ভুলে গেলেন মহিলা কর্মী! তারপর যা শোনা গেল...হাসতে হাসতে পেটে খিল সকলের