Train: এক্সপ্রেস..,প্যাসেঞ্জার.., সুপারফাস্ট..! বলুন তো ১ লিটার ডিজেলে কত কিমি চলে একটি ট্রেন? চমকে দেবে মাইলেজের হিসেব, দেখুন চার্ট!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Train: মাইলেজ হল সেই সংজ্ঞা যা যে কোনও যানবাহন এক লিটার জ্বালানি ব্যবহার করে কতটা পথ যেতে পারে তা নির্দেশ করে। কিন্তু আপনি কি জানেন একটি ট্রেনের ক্ষেত্রে এই মাইলেজ ঠিক কত?
advertisement
1/13

সাধারণ জ্ঞানের পরিসরে এমন এমন তথ্য উঠে আসে যা আমাদের হতবাক করিয়ে দেয়। যেমন ধরুন আমরা সকলেই তো জানি গাড়ি বা বাইক কিরকম মাইলেজ দেয়। কিন্তু বলুন তো দেখি ক'জন জানেন ট্রেনের মাইলেজ কী?
advertisement
2/13
আসলে মাইলেজ হল সেই সংজ্ঞা যা যে কোনও যানবাহন এক লিটার জ্বালানি ব্যবহার করে কতটা পথ যেতে পারে তা নির্দেশ করে। কিন্তু আপনি কি জানেন একটি ট্রেনের ক্ষেত্রে এই মাইলেজ ঠিক কত?
advertisement
3/13
দেখা যায় যখন আমরা একটি টু-হুইলার বা একটি গাড়ি কিনি, তখন আমরা প্রথম প্রশ্নই করি 'কত কিলোমিটার মাইলেজ?' এক্ষেত্রে সেই উত্তর যদি আমাদের সন্তুষ্টি দেয়, তবেই নতুন গাড়ি কিনতে উদ্যোগী হই আমরা।
advertisement
4/13
অথচ যে বাস, ট্রেন এবং বিমানের মতো গণপরিবহনে আমরা প্রায়ই যাতায়াত করি সেই সব যানের মাইলেজ কিন্তু আমাদের অনেকেরই অজানা। আসলে আমরা কখনও এই বিষয় গুলি ভেবেই দেখি না।
advertisement
5/13
মাইলেজ একটি গাড়ির জ্বালানী খরচ নিয়ন্ত্রণের দক্ষতা নির্ধারণ করে। অর্থাৎ, মাইলেজ শব্দটির সংজ্ঞা হল একটি গাড়ি এক লিটার জ্বালানি খরচ করে ঠিক কতদূর যেতে পারে।
advertisement
6/13
অন্যান্য গাড়ির মত, ট্রেনের মাইলেজ অনেক কারণের উপর নির্ভর করে। একটি ট্রেন প্রতি লিটারে কত কিলোমিটার মাইলেজ দেবে তা সরাসরি বলা কঠিন, কারণ এর মাইলেজ যাত্রীবাহী ট্রেনের ধরন অর্থাৎ - এক্সপ্রেস, সুপারফাস্ট, হাইস্পিড, প্যাসেঞ্জার ইত্যাদি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আলাদা হয়ে থাকে। কোচের সংখ্যার উপর নির্ভর করেও বদলে যায় মাইলেজ।
advertisement
7/13
বস্তুত একটি ট্রেনের মাইলেজকে প্রভাবিত করার সবচেয়ে বড় ফ্যাক্টর হল এটি কতগুলি কোচের সঙ্গে সংযুক্ত সেই বিষয়টি। বগির সংখ্যা কম হলে, মেশিন কম লোড টানতে পারে। একটি ডিজেল ইঞ্জিনের মাইলেজ প্রতি ঘণ্টার ভিত্তিতে গণনা করা হয়।
advertisement
8/13
সূত্র বলছে, প্রতি ১ কিলোমিটারে ২৪-২৫টি কোচ বিশিষ্ট ট্রেনের ইঞ্জিন ৬-লিটার ডিজেল ব্যবহার করবে। একইসঙ্গে আবার আশ্চর্যজনকভাবে, সুপারফাস্ট ট্রেন যাত্রীবাহী ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেনের তুলনায় কম ডিজেল ব্যবহার করে।
advertisement
9/13
যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন প্রতি ১ কিলোমিটারে ৫-৬ লিটার ডিজেল খরচ করে। এর কারণ প্রায় সব স্টেশনেই যাত্রীবাহী ট্রেনকে থামতে হয়।
advertisement
10/13
অন্যদিকে একটি এক্সপ্রেস ট্রেন ১২টি বগি টেনে ১ কিমি দূরত্ব অতিক্রম করতে ৪.৫ লিটার ডিজেল খরচ করে।
advertisement
11/13
মাইলেজের হিসেবে বলছে, সুপারফাস্ট ট্রেনগুলি এক লিটার ডিজেলে ২৩০ মিটার পর্যন্ত যাত্রা করতে পারে এবং যাত্রীবাহী ট্রেনগুলি প্রায় ১৮০-২০০ মিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে।
advertisement
12/13
জেনে গেলেন তো হাতে গরম উত্তর? এবার তাহলে কেউ যদি প্রশ্ন করেন একটি ট্রেন ঠিক কত মাইলেজ দেয়? আপনিও চাইলে ঝটপট বলে দিতে পারবেন উত্তর।
advertisement
13/13
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Train: এক্সপ্রেস..,প্যাসেঞ্জার.., সুপারফাস্ট..! বলুন তো ১ লিটার ডিজেলে কত কিমি চলে একটি ট্রেন? চমকে দেবে মাইলেজের হিসেব, দেখুন চার্ট!