Traffic Signal: ট্রাফিক সিগনালে লাল-হলুদ ও সবুজ রঙই কেন থাকে? বাদ যায় সাদা! কারণে আছে দারুণ চমক
- Published by:Suman Biswas
Last Updated:
Traffic Signal: অতীতে সাধারণত ট্রেন চলাচলের ক্ষেত্রে ট্রাফিক সিগন্যাল ব্যবহার করা হত। বিভিন্ন রেল প্রতিষ্ঠানগুলো ট্রেন থামানোর জন্য লাল রঙ ব্যবহার করত।
advertisement
1/6

রাস্তায় চলতে গেলেই আমাদের ট্রাফিকের সম্মুখীন হতেই হয়। আর এই ট্রাফিকে সাধারণত তিন রঙের সিগন্যাল থাকে – লাল, হলুদ এবং সবুজ। এখানে লাল রঙের অর্থ হলো গাড়ি চলাচল বন্ধ রাখতে হবে। হলুদ রঙের অর্থ হল সতর্কতা জারি করে এবং সবুজ রঙের অর্থ গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়।
advertisement
2/6
তবে কোন কারণে কীভাবে এই রঙের প্রচলন হয়েছিল সেই সম্পর্কে আমরা অনেকেই কিন্তু জানি না। অতীতে সাধারণত ট্রেন চলাচলের ক্ষেত্রে ট্রাফিক সিগন্যাল ব্যবহার করা হত। বিভিন্ন রেল প্রতিষ্ঠানগুলো ট্রেন থামানোর জন্য লাল রঙ ব্যবহার করত। অন্যদিকে সতর্কতার জন্য সবুজ রঙ এবং ট্রেন চলাচলের জন্য সাদা রঙ ব্যবহার করা হত। সেই সময় হলুদ রঙের ব্যবহারের প্রচলন ঘটেনি।
advertisement
3/6
তবে পরবর্তী সময়ে সাদা রঙ ব্যবহার নিয়ে অনেক সমস্যা দেখা দেয়। আসলে রাতের বেলা দূর থেকে সাদা রঙ দেখা রেল কর্মীদের মধ্যে জটিলতা শুরু হয়েছিল। অনেক সময় আকাশে তারার মতো লাগলো এই সাদা রঙ। এর ফলে সিগন্যাল বোঝা যেত না। তাই পরবর্তী সময়ে সাদা রঙের পরিবর্তে সবুজ রঙের ব্যবহার শুরু হয়।
advertisement
4/6
জানা দরকার ১৯২০ সালে এই ৩ রং লাল, হলুদ ও সবুজ রংয়ের ট্রাফিক সিগন্যাল চালু হয়। এই ৩টি রং বেছে নেওয়ার কিন্তু যথেষ্ট কারণও রয়েছে। রয়েছে বিজ্ঞানসম্মত কারণ।
advertisement
5/6
এটা নির্ভর করে রংটির তরঙ্গদৈর্ঘ্যের ওপর। যত বেশি তরঙ্গদৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ তত দূর পর্যন্ত দেখা যায় ট্রাফিক সিগন্যাল। লাল রংটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তারপর বেশি হলুদ রংয়ের। তারপরই রয়েছে সবুজ রং। ৭ রংয়ের সবচেয়ে কম ওয়েভ লেন্থের রং হল বেগুনি। তাই তা দূর থেকে দেখা যায় না।
advertisement
6/6
এতে গাড়ির চালকদের বৃষ্টি হোক বা কুয়াশা হোক, সব অবস্থাতেই লাল, হলুদ ও সবুজ রং দূর থেকে নজরে পড়ে। ফলে পরিবেশ যাই হোক গাড়ি চালকদের ট্রাফিক সিগন্যাল দেখতে অসুবিধা হয় না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Traffic Signal: ট্রাফিক সিগনালে লাল-হলুদ ও সবুজ রঙই কেন থাকে? বাদ যায় সাদা! কারণে আছে দারুণ চমক