TRENDING:

Tourism: নায়াগ্রা দেখার খুব ইচ্ছে, বাড়ির পাশেই এই জলপ্রপাত দেখলেই মন ভরে যাবে! অবাক করবে জায়গার নাম

Last Updated:
Tourism: দক্ষিণের নানেঘাট জলপ্রপাতের নাম শুনেছেন? নামটা শুনে হয়তো অনেকেরই অচেনা ঠেকছে।
advertisement
1/6
নায়াগ্রা দেখার খুব ইচ্ছে, বাড়ির পাশের এই জলপ্রপাতেই মন ভরে যাবে! রূপে অবাক হবেন
বেড়াতে যেতে কে না ভালবাসে! কেউ ভালবাসে পাহাড়, কেউ বা সমুদ্র, কেউ বা জঙ্গল। আবার অনেকেই আছেন, শুধুমাত্র জলপ্রপাত দেখতে ছুটে যান এ প্রান্ত ও প্রান্ত। আর আমাদের দেশেও এমন অনেক জলপ্রপাত আছে যা কিন্তু বিদেশের জলপ্রপাতের সঙ্গে সহজেই তুলনীয়।
advertisement
2/6
কিন্তু জানেন কি, জলপ্রপাত দেখার জন্য আপনাকে খুব বেশি দূর যেতে হবে না। কলকাতা থেকে কাছেই আছে এমন এক জলপ্রপাত, যা দেখলে আপনার মনে পড়ে যেতে পারে নায়াগ্রা জলপ্রপাতের কথা।
advertisement
3/6
দক্ষিণের নানেঘাট জলপ্রপাতের নাম শুনেছেন? নামটা শুনে হয়তো অনেকেরই অচেনা ঠেকছে। কিন্তু এই অসাধারণ জলপ্রপাতের দৃশ্য দেখে ভ্রমণ পিপাসু মানুষের মন পাগল হয়ে যেতে বাধ্য, এ কথা স্বীকার করে নিতেই হবে।
advertisement
4/6
নানেঘাট এর ট্রেকিং পথে গেলে চোখে পড়বে প্রায় দু হাজার বছরের পুরনো গুহা। এখানে দেখা মিলবে নানা ঐতিহাসিক নিদর্শনেরও। যারা ইতিহাস ভালবাসেন, রহস্য ভালোবাসেন আর ঘুরতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটি অসাধারণ।
advertisement
5/6
এই জায়গাটির নিকটতম বিমানবন্দর পুনে, এছাড়া নিকটতম রেলওয়ে স্টেশন হলো আঁতগাও। এখান থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারেন নানাঘাট জলপ্রপাতে। কাছেই লোহাগড় দূর্গ থেকেও খুব সহজেই ঘুরে আসতে পারেন।
advertisement
6/6
তাই বর্ষাকালে আপনার আপনার পরবর্তী ঘোরার জায়গা হতেই পারে নানেঘাট জলপ্রপাত অথবা মিনি নায়াগ্রা ফলস। ভারতবর্ষের মধ্যেই এত সুন্দর জায়গা আছে সত্যিই আর বাইরে যাওয়ার প্রয়োজন হয় না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Tourism: নায়াগ্রা দেখার খুব ইচ্ছে, বাড়ির পাশেই এই জলপ্রপাত দেখলেই মন ভরে যাবে! অবাক করবে জায়গার নাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল