TRENDING:

শেষ তারিখ ৩০ নভেম্বর তার আগেই সেরে ফেলতে হবে টোটোর রেজিস্ট্রেশন! কী কী ডকুমেন্ট লাগবে? কীভাবে করবেন? খরচই বা কত? জেনে নিন সব...

Last Updated:
রাজ্যজুড়ে টোটো বা ই-রিক্সাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। জানিয়ে দেওয়া হয়েছে ৩০ নভেম্বরের মধ্যে টোটো বা ই-রিক্সার রেজিস্ট্রেশন করাতে হবে। ৩০ নভেম্বরের পর গোটা রাজ্যজুড়ে নম্বর প্লেট ছাড়া টোটো চালানো যাবে না। নির্দিষ্ট আরটিও (RTO) অফিস বা অনলাইন পোর্টাল parivahan.gov.in–এর মাধ্যমে আবেদন করতে হবে। আর এই রেজিস্ট্রেশনের জন্য কী কী নথিপত্র লাগবে রইল তার তালিকা।
advertisement
1/10
৩০ নভেম্বরের মধ্যে সেরে ফেলতে হবে টোটোর রেজিস্ট্রেশন! কী কী ডকুমেন্ট লাগবে? খরচ কত?
রাজ্যজুড়ে টোটো বা ই-রিক্সাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। জানিয়ে দেওয়া হয়েছে ৩০ নভেম্বরের মধ্যে টোটো বা ই-রিক্সার রেজিস্ট্রেশন করাতে হবে। ৩০ নভেম্বরের পর গোটা রাজ্যজুড়ে নম্বর প্লেট ছাড়া টোটো চালানো যাবে না।
advertisement
2/10
নির্দিষ্ট আরটিও (RTO) অফিস বা অনলাইন পোর্টাল parivahan.gov.in–এর মাধ্যমে আবেদন করতে হবে। আর এই রেজিস্ট্রেশনের জন্য কী কী নথিপত্র লাগবে রইল তার তালিকা।
advertisement
3/10
প্রয়োজনীয় নথিপত্র১. আধার কার্ড২. ব্যঙ্কের পাসবই৩. টোটোর নথি৪. টোটোর ছবি
advertisement
4/10
এছাড়াও ইলেট্রিক মিটারের নম্বরড্রাইভিং লাইসেন্সটোটোর মোটরের তথ্যডিলারের তথ্যটোটোর বিল
advertisement
5/10
অতিরিক্ত তথ্য১. আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নং।২. আবেদনকারীর রক্তের গ্রুপ।৩. সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট।৪. টোটো প্রস্তুতকারক এর তথ্য।৫. টোটো মডেল।৬. টোটো চ্যাসিস নং।৭. মোটর নং।৮. মোটর পাওয়ার।৯. টোটোর রঙ।
advertisement
6/10
কীভাবে আবেদন করবেন?প্রথমে আবেদনকারীকে স্থানীয় RTO অফিসে বা অনলাইনে ফর্ম জমা দিতে হবে। যাচাইয়ের পর একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে। একইসঙ্গে টোটোর ফিটনেস সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্সও বাধ্যতামূলক করা হয়েছে।
advertisement
7/10
কীভাবে হবে টোটোর রেজিস্ট্রেশন?১. প্রথমে টোটো মালিককে Toto Enrollment Number (TTEN WB IN)-এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে। সেখানে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি ইন্টারভিউ পোর্টালে যাওয়া যাবে।২. এরপর Toto Registration Portal-এ থাকা Apply for TTEN Now অপশনে ক্লিক করতে হবে।৩. এরপর টোটো ড্রাইভারের মোবাইল নম্বর লিখে Send OTP অপশনে ক্লিক করতে হবে। এই কাজ হয়ে গেলে OTP বসিয়ে ভেরিফাই করতে হবে।
advertisement
8/10
৪. এর পরের ধাপটি হলো Apply for TTEN-এ ক্লিক করা। টোটো ড্রাইভারের আধার কার্ডের নম্বর লিখে নিচের বক্সে গিয়ে Send OTP অপশনে ক্লিক করতে হবে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত সেখানেই এবার যাবে OTP। সেটা যথাস্থানে বসিয়ে ভেরিফাই করতে হবে।৫. আধার কার্ড অনুযায়ী নাম, ঠিকানা ও ফটো ধাপে ধাপে চলে আসবে। Next অপশনে ক্লিক করতে হবে।পরবর্তী পেজ খুললে Toto-এর ডিটেলস দিতে হবে। অর্থাৎ কোম্পানির নাম, টোটোর রং, মোটর নম্বর দিয়ে ফের Next-এ ক্লিক করুন।
advertisement
9/10
৭. পরবর্তী পেজে টোটোটি কোন ডিলারের কাছ থেকে কেনা হয়েছে, তাঁর নাম ও ঠিকানা উল্লেখ করুন এবং Next-এ ক্লিক করুন।৮. এবার টোটোর রশিদ আপলোড করতে হবে এবং ফাইনাল সাবমিট করে দিতে হবে। তাহলেই বেরিয়ে আসবে টোটোর রেজিস্ট্রেশন নম্বর।৯. এরপর নির্দিষ্ট অঙ্কের টাকা পেমেন্ট করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই রেজিস্ট্রেশনের পর দিন সাতেকের মাথায় সার্টিফিকেট মিলবে। এছাড়াও নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগইন করলে স্ট্যাটাসও দেখে নিতে পারবেন।
advertisement
10/10
টোটো রেজিস্ট্রেশনের খরচ কত?টোটো রেজিস্ট্রেশনের জন্য এবং এক বছরের রিনিউয়াল ফি মোট ধরে পড়বে ১৭৪০ টাকা। অনলাইনে এই টাকাটা পে করতে হবে। এছাড়াও রেজিস্ট্রেশন এবং ১৮ মাসের রিনিউয়াল ফি সহ মোট ২৯৪০ টাকাও অনলাইন পেমেন্ট করতে পারেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি টোটোকে রেজিস্ট্রেশনের কাজটা সেরে ফেলতে হবে। যে কোনও ধরনের সমস্যায় পড়লে পরিবহণ দফতরে গিয়ে যোগাযোগ করা যেতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
শেষ তারিখ ৩০ নভেম্বর তার আগেই সেরে ফেলতে হবে টোটোর রেজিস্ট্রেশন! কী কী ডকুমেন্ট লাগবে? কীভাবে করবেন? খরচই বা কত? জেনে নিন সব...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল