TRENDING:

Top 7 haunted places of India: কার্শিয়াং-এর ডাউহিল থেকে বম্বে হাই কোর্ট, ভারতের এই ৭ ভুতুড়ে জায়গার কিস্যা শুনে আঁতকে উঠবেন

Last Updated:
advertisement
1/8
কার্শিয়াং-এর ডাউহিল থেকে বম্বে হাই কোর্ট, ভারতের ৭ ভুতুড়ে জায়গার কিস্যায় কাঁপবেন
ভূত আছে কী নেই, সেই নিয়ে তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনার শেষ নেই! একদল বলেন ভূত আছে, আরেক দল বলেন ভূত নেই। এই তর্ক চলতেই থাকে! তবে এই ভারতে এমন কিছু ভুতুড়ে জায়গা আছে, যেখানে গেলে আপনি যত বড় ভূতে অবিশ্বাসীই হন না কেন, গা ছমছম করে উঠবে, প্রচলিত বহু ভয়ের গল্প
advertisement
2/8
পশ্চিমবঙ্গের কার্শিয়াং-এর ডাউহিল: স্থানীয়দের বিশ্বাস, এখানকার দু’টি স্কুল এবং তার আশপাশের এলাকায় অভিশপ্ত আত্মাদের বাস। ছড়িয়ে ছিটিয়ে থাকা জনপদটির আশেপাশে আছে ব্রিটিশ আমলে তৈরি দুটি স্কুল। ডাওহিল রোড থেকে ফরেস্ট অফিস যাওয়ার রাস্তার নাম ‘ডেথ রোড’। এই ডেথ রোড নাকি অনেক ভৌতিক ঘটনা ও অপমৃত্যুর সাক্ষী। বহু বছর আগে এই রাস্তাতেই স্থানীয় কাঠুরেরা দাঁড়িয়ে থাকতে দেখেছিল এক মুণ্ডহীন বালককে। কাঠুরেদের চোখের সামনে, বালকটি এক ছুটে হারিয়ে গিয়েছিল জঙ্গলে। এই ডেথ রোডে অনেকবার নাকি দেখা গেছে স্কন্ধকাটা বালকটিকে। কথিত আছে, এখানে এসে নিজের জীবন নিজেই শেষ করে দেন বহু মানুষ। নেপথ্যে এক রহস্যময়ী নারী। ডাওহিলে দেখা মেলে ছাই রঙের পোশাক পরা এক নারীর। সে একা একা ঘুরে বেড়ায় গাছেদের ফাঁকে ফাঁকে।
advertisement
3/8
মুম্বইয়ের ডি’সুজা চল: এই এলাকার পাতকুয়োয় পড়ে মৃত্যু হয় এক মহিলার। স্থানীয়দের বিশ্বাস, মহিলার বিদেহী আত্মা এখনও ওই এলাকায় ঘোরাফেরা করে
advertisement
4/8
দিল্লির অগ্রসেন কি বাওলি: বহু পর্যটকদের মতে, এখানে এলে মনে হয়, কেউ যেন সর্বক্ষণ তাঁকে অনুসরণ করে।
advertisement
5/8
বম্বে হাই কোর্ট, মহারাষ্ট্র: স্থানীয়দের বিশ্বাস, মৃত্যুদণ্ডের শাস্তি পাওয়া অনেকের আত্মা আজও ঘুরে বেরায় আদালত চত্বরে।
advertisement
6/8
তেলেঙ্গনার রামোজি ফিল্ম সিটি, : শোনা যায়, এই এলাকাটির নীচে চাপা পড়ে রয়েছে সুলতানি আমলের সেনাদের মৃতদেহ। মাঝে মধ্যেই নাকি কারণ ছাড়া আলো নিভে যায়, আয়না ভেঙে যায় ফিল্ম সিটিতে।
advertisement
7/8
উত্তরাখণ্ডের লম্বি দেহার খনি : এক সময়ে এই খনিতে কাজ করতেন প্রচুর শ্রমিক। দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়। স্থানীয়দের বিশ্বাস, আজও তাঁদের কণ্ঠস্বর শোনা যায় এখানে।
advertisement
8/8
গুজরাতের দুমা সৈকত: এক সময়ে শ্মশান হিসেবে ব্যবহৃত হতো এই সমুদ্র সৈকত। স্থানীয়রা বিশ্বাস করেন, সেই মৃতদের আত্মারা এখনও এখানে ঘুরে বেড়ায়
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Top 7 haunted places of India: কার্শিয়াং-এর ডাউহিল থেকে বম্বে হাই কোর্ট, ভারতের এই ৭ ভুতুড়ে জায়গার কিস্যা শুনে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল