TRENDING:

Hottest Places In The World: গরমে হাঁসফাঁস দশা! বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০ জায়গার কথা জানলে মাথা ঘুরে যাবে

Last Updated:
Top 10 Hottest Place In Earth: আবহাওয়াবিদরা বলছেন, এ সবই গ্লোবাল ওয়ার্মিংয়ের খেলা। কিন্তু বিশ্বের উষ্ণতম স্থানগুলোর কথা ভাবলে এই গরম কিছুই নয়। এখানে রইল সে রকমই ১০ জায়গার হদিশ।
advertisement
1/11
গরমে হাঁসফাঁস দশা! বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০ জায়গার কথা জানলে মাথা ঘুরে যাবে
বৈশাখের শুরুতেই ফুটিফাটা গরম। সুর্যের তাপে অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠছে। বাইরে বেরনো দায়। তাপমাত্রার পারদ উঠেছে ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদরা বলছেন, এ সবই গ্লোবাল ওয়ার্মিংয়ের খেলা। কিন্তু বিশ্বের উষ্ণতম স্থানগুলোর কথা ভাবলে এই গরম কিছুই নয়। এখানে রইল সে রকমই ১০ জায়গার হদিশ।
advertisement
2/11
ফার্নেস ক্রিক, ডেথ ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্র (Furnace Creek, Death Valley, USA): নামেই ফার্নেস। এখানে এলে যে ভাজাপোড়া হতে হবে বোঝাই যাচ্ছে। যাইহোক, অনেকে এই অঞ্চলকে ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকাও বলেন। ১৯১৩ সালের হিসেব অনুযায়ী এখানকার তাওমাত্রা ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস বা ১৩৪ ডিগ্রি ফারেনহাইট। হাড় কাঁপানো শুষ্ক বাতাস ফার্নেস ক্রিকের বৈশিষ্ট। (AP Photo/Ty ONeil)
advertisement
3/11
ডাল্লোল, ইথিওপিয়া (Dallol, Ethiopia): শুধু গরম নয়, ডাল্লোল এক অন্য জগত। লবনাক্ত ভূমি এবং সালফিউরিক হট স্প্রিংস এখানকার বৈশিষ্ট। ডালোল জনবসতিপূর্ণ স্থান।
advertisement
4/11
কেবিলি তিউনিশিয়া (Kebili, Tunisia): সাহারা মরুভূমিতে অবস্থিত কেবিলি জ্বলন্ত তাপমাত্রা এবং খেজুর গাছের জন্য বিখ্যাত। এখানকার গড় তাপমাত্রা ৫৫ ডিগ্রি সেলসিয়াস বা ১৩১ ডিগ্রি ফারেনহাইটকেও ছাড়িয়ে যায়।
advertisement
5/11
লুট মরুভূমি, ইরান (Lut Desert, Iran): বিশাল মরুভূমি সর্বকালের উষ্ণ তাপমাত্রার রেকর্ড রয়েছে। এর ডাকনাম ‘দশত-ই-লুট’।
advertisement
6/11
তুর্বাত, পাকিস্তান (Turbat, Pakistan): বেলুচিস্তানের একটি জায়গার নাম তুর্বাত। গ্রীষ্মকালে ৫৩ ডিগ্রি সেলসিয়াস (১২৮.৭ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা থাকে। তবে তীব্র গরমেও দিব্যি কাটান এখানকার বাসিন্দারা।
advertisement
7/11
মিত্রিবাহ, কুয়েত (Mitribah, Kuwait): এই প্রত্যন্ত অঞ্চলেই এশিয়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ২০১৬ সালের হিসেব অনুযায়ী, এখানকার গড় তাপমাত্রা ৫৩.৯ ডিগ্রি সেলসিয়াস বা ১২৯ ডিগ্রি ফারেনহাইট। (Photo Source: Linkedin)
advertisement
8/11
তিরাত তজভি (Tirat Tzvi, Israel), ইজরায়েল: জর্ডন উপত্যকায় অবস্থিত এই অঞ্চলের তাপমাত্রা গ্রীষ্মকালে ৫৪ ডিগ্রি সেলসিয়াস (১২৯ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যায়। আশ্চর্যের বিষয় হল, তিরাত তজভি কৃষি প্রধান অঞ্চল। চরম তাপমাত্রাতেও দিব্যি ফসল ফলান এখানকার কৃষকরা।
advertisement
9/11
আহভাজ, ইরান (Ahvaz, Iran): দক্ষিণ পশ্চিম ইরানের প্রধান শহর আহভাজ। সাংস্কৃতিক ঐতিহ্য এবং চিরন্তন চেতনার ধারা বহমান। সাধারণ তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
advertisement
10/11
মেক্সিকালি, মেক্সিকো (Mexicali, Mexico): সোনোরান মরুভূমিতে অবস্থিত মেক্সিকালির বাসিন্দারা ৫২ ডিগ্রি সেলসিয়াস (১২৫.৬ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় সহ্য করেন। মেক্সিকান সংস্কৃতি এবং মরুভূমির জন্য পর্যটকদের প্রিয় এই শহর। (Photo Courtesy: Matt Gush / Shutterstock.com)
advertisement
11/11
আল জাজিরা বর্ডার গেট, সংযুক্ত আরব আমিরশাহি (Al Jazeera Border Gate, United Arab Emirates): এটা ছোট ফাঁড়ি। সীমান্ত পারাপার করেন মানুষ। ২০২২ সালের হিসেব অনুযায়ী এখানকার গড় তাপমাত্রা ৫২.১ ডিগ্রি সেলসিয়াস বা ১২৫.৮ ডিগ্রি ফারেনহাইট।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Hottest Places In The World: গরমে হাঁসফাঁস দশা! বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০ জায়গার কথা জানলে মাথা ঘুরে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল