Toothpaste Squeezing Personality Test: সকালে ব্রাশ করার আগে কীভাবে টুথপেস্ট বার করেন? তা-ই বলে দেবে মানুষ হিসেবে আপনি ঠিক কেমন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Toothpaste Squeezing Personality Test: টুথপেস্ট টিউব থেকে আপনি কীভাবে পেস্ট বার করেন, তার উপর নির্ভর করে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য।
advertisement
1/8

অভ্যাস দিয়েই মানুষ চেনা যায়। সচেতন ভাবে সিদ্ধান্ত নেওয়ার পর যতটা না একটা মানুষকে চেনা যায়, তার থেকে অনেক বেশি এক জন মানুষ স্পষ্ট হয়ে ওঠেন তাঁর অভ্যাস দিয়ে।
advertisement
2/8
আপনার দৈনন্দিন রুটিন এবং দৈনন্দিন কাজকর্ম, যা আপেক্ষিক ভাবে অপ্রয়োজনীয় বলে মনে হতে পারে, তা-ই আসলে জীবনের একটি উল্লেখযোগ্য অংশ। আপনার ব্যক্তিত্ব এবং আপনি এখন কেমন অনুভব করছেন সে সম্পর্কে অনেক কথা বলে ফেলে। নীরবে।
advertisement
3/8
সেরকমই একটি অভ্যাস হল টুথপেস্ট টিউব থেকে আপনি কীভাবে পেস্ট বার করেন, তার উপর নির্ভর করে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য।
advertisement
4/8
টিউবের উপর থেকে চেপে ধরেন- জেদি স্বভাব। স্বাধীনচেতা এবং লক্ষ্যে স্থির। খুব সহজে যে কাউকে বিশ্বাস করে বসেন না। লক্ষ্যে পৌঁছাতে যে কোনও উপায় অবলম্বন করতে পারেন। প্রয়োজনে নিষ্ঠুর হতে পারেন। সুবিধা পাওয়ার জন্য ধূর্তও হতে পারেন।
advertisement
5/8
টিউবের মাঝখান থেকে চেপে ধরেন- বাস্তববাদী। সব বিষয়ে তাড়াহুড়ো রয়েছে। খুব গোছানো মানুষ নন। কিন্তু সমস্যায় পড়লে নিজের পছন্দ অপছন্দের তোয়াক্কা না করে সমাধান খুঁজতে উদ্যোগী হন। ভিড়ে থাকতে ভালবাসেন। মানুষের সঙ্গে মিশতে পারেন। প্রচুর বন্ধু আছে। নিজের কাজকর্ম, জীবন থেকে আবেগকে আলাদা রাখতে সক্ষম।
advertisement
6/8
টিউবের আকার না বদলে চেপে ধরেন- নিজের দুনিয়ায় থাকতে ভালবাসেন। কল্পনাশক্তি প্রবল। শৈল্পিক গুণ আছে। নমনীয়তা, ভদ্রতা, বন্ধুত্বপূর্ণ স্বভাব, বিবেচনা বোধ এবং সহনশীলতার অধিকারী। সকলের সঙ্গে নিজের মতামত ভাগ করে নিতে পারেন।
advertisement
7/8
টিউবের নীচের অংশে চেপে ধরেন- টুথপেস্ট নীচ থেকে চেপে ধরে পেস্ট বার করে কাজ হয়ে গেলে নীচের অংশকে ভাঁজ করে রেখে দেওয়ার অভ্যাস থাকলে আপনি বিশেষ গুণের অধিকারী। পেস্ট বার করার এটিই সবথেকে নিখুঁত অভ্যাস হলেও অনেকেই করেন না। ভীষণ নিখুঁত ভাবে কাজ করতে ভালবাসেন। খুবই গোছানো আপনি। অত্যধিক বিচক্ষণ এবং আসল পদ্ধতিতে সমস্যার সমাধান করতে পছন্দ করেন। অপচয়কে ঘৃণা করেন। কাজ শুরু করে শেষ করার ক্ষমতা রাখেন। সুশৃঙ্খল জীবনযাপনে বিশ্বাসী।
advertisement
8/8
টিউবের কেন্দ্রবিন্দুতে চেপে ধরেন- পৃথিবীর বেশিরভাগ মানুষ এটিই করেন। আপনি তাঁদেরই একজন। সব কিছুতে পারদর্শী। ব্যস্ত, স্বাধীন জীবনযাপন করেন যা সামাজিকও বটে। ভীষণ সংগঠিত না হলেও কঠোর ব্যক্তিত্ব রয়েছে। সমস্যা দেখা দিলে মাথা ঠান্ডা রেখে সমাধান করেন। ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা অনেক। সবাই আপনাকে পছন্দ করেন। মানসিক স্থিতিশীলতা বজায় রেখে সামাজিক যাপনে বিশ্বাসী।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Toothpaste Squeezing Personality Test: সকালে ব্রাশ করার আগে কীভাবে টুথপেস্ট বার করেন? তা-ই বলে দেবে মানুষ হিসেবে আপনি ঠিক কেমন