TRENDING:

Toothpaste: টুথপেস্টের নীচে থাকা বিভিন্ন রঙেই লুকিয়ে আছে ঝকঝকে দাঁতের গোপন রহস্য! কেন এমন রং করা হয়, কী অর্থ এর?

Last Updated:
Toothpaste: দাঁতের যত্নে আমরা বিভিন্ন ধরনের পেস্ট দিয়ে ব্রাশ করে থাকি। আজকালে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট বা দাঁতের মাজন পাওয়া যায়।
advertisement
1/6
টুথপেস্টের নীচে থাকা বিভিন্ন রঙেই লুকিয়ে আছে ঝকঝকে দাঁতের গোপন রহস্য! কেন এমন রং করা হয়?
‘দাঁত থাকতে দাঁতের মর্যাদা করতে হয়’- কথাটি প্রচলিত হলেও এটি বাস্তবসম্মত কথা। দাঁতের যদি সঠিক সময় যত্ন নেওয়া না হয়, তাহলে অকালেই নষ্ট হবে। আর দাঁত নষ্ট হলে অল্পতেই খাওয়া-দাওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজটি আপনার অসম্পূর্ণ থেকে যাবে। ফলে অনেক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ ও পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হবে আপনার শরীর। এ জন্য দাঁত থাকতেই দাঁতের মর্ম বোঝা উচিত।
advertisement
2/6
দাঁতের যত্নে আমরা বিভিন্ন ধরনের পেস্ট দিয়ে ব্রাশ করে থাকি। আজকালে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট বা দাঁতের মাজন পাওয়া যায়। আধুনিক এই সময় টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে টুথপেস্ট ক্রয় করেন।
advertisement
3/6
নানান প্রতিবেদন অনুযায়ী, অনেকেই দাবি করেন, টুথপেস্টের নিচের অংশে কিছু রঙিন মার্ক বা চিহ্ন থাকে। টিউবের নিচের অংশে থাকা বিভিন্ন ধরনের রঙের চিহ্ন মূলত পেস্টের উপাদান কী, তা বুঝিয়ে থাকে। কিন্তু আসলেই কি তাই?
advertisement
4/6
টিউবের নিচের অংশে কালো, নীল, সবুজ বা লাল চিহ্ন থাকে। প্রতিটি রঙেরই পৃথক রহস্য লুকিয়ে রয়েছে বলে দাবি করা হয়। বলা হয়, নীল রঙের অর্থ হচ্ছে পেস্টটি প্রাকৃতিক উপাদান এবং কিছু কেমিক্যাল বা মেডিসিন মিশ্রণে তৈরি করা হয়েছে।
advertisement
5/6
লাল রঙের অর্থ হচ্ছে তা শুধু প্রাকৃতিক উপাদান এবং সঙ্গে কিছুটা কেমিক্যাল রয়েছে। কালো রঙের অর্থ হচ্ছে এটি সম্পূর্ণই কেমিক্যাল দিয়ে তৈরি। আর এতে কোনও প্রাকৃতিক উপাদান নেই। এছাড়া যদি সবুজ রঙ থাকে, তাহলে সেটির অর্থ হচ্ছে তা সম্পূর্ণই প্রাকৃতিক উপাদানে তৈরি। তাতে কোনও ধরনের মেডিসিন বা কেমিক্যাল ব্যবহার করা হয়নি।
advertisement
6/6
তবে টুথপেস্টে টিউবের এই বিভিন্ন ধরনের রঙের অর্থের পেছনে জোরালো কোনও তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এসব রঙ শুধুই তাদের নিজস্ব কাজে সহায়তা ও সহজের জন্য। টিউবের শেষে কোথায় কাটতে হবে, সিল হবে বা কতটুকু পরিমাণ কাটতে হবে, তা বুঝিয়ে থাকে। এতে কোনও রহস্য লুকিয়ে নেই। আর অধিকাংশ টুথপেস্টেই প্রায় একই ধরনের উপাদান থাকে। তবে মুখের স্বাস্থ্য অনুযায়ী উপাদান দেখে টুথপেস্ট ব্যবহার করতে হবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Toothpaste: টুথপেস্টের নীচে থাকা বিভিন্ন রঙেই লুকিয়ে আছে ঝকঝকে দাঁতের গোপন রহস্য! কেন এমন রং করা হয়, কী অর্থ এর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল