TRENDING:

Toilet Doors: সিনেমা হল, শপিং মল, অফিস, হোস্টেল- টয়লেটের দরজা নীচে কিছুটা ফাঁকা থাকে কেন? কখনও ভেবে দেখেছেন?

Last Updated:
কখনওই আমরা ভেবে দেখার দরকার মনে করিনি যে কেন সিনেমা হল, শপিং মল, অফিস, হোস্টেল- সর্বত্র টয়লেটের দরজা নীচে কিছুটা ফাঁক থাকে।
advertisement
1/6
সিনেমা হল, শপিং মল, অফিস, হোস্টেল- টয়লেটের দরজা নীচে কিছুটা ফাঁকা থাকে কেন?
প্রয়োজনে যাওয়া হয়, কাজ সেরে আবার আমরা বেরিয়ে আসি। খেয়াল যে করি না, এমনটাও কিন্তু নয়। কিন্তু কখনওই আমরা ভেবে দেখার দরকার মনে করিনি যে কেন সিনেমা হল, শপিং মল, অফিস, হোস্টেল- সর্বত্র টয়লেটের দরজা নীচে কিছুটা ফাঁক থাকে।
advertisement
2/6
আসলে, আমাদের অনেকেই হয়তো ধরে নিয়েছি যে ওটাই নিয়ম, এই সমস্ত জায়গাগুলোর দরজার ডিজাইন এরকমই হওয়ার কথা। অথচ, বাড়িতে তা হ না। বাড়ির দরজা উপর থেকে নীচে পুরোটাই আটকানো, সেখানে নিচে কোনও ফাঁক থাকে না। তাহলে এই সমস্ত জায়গাতেই বা ব্যতিক্রম কেন? কারণ আদতে ব্যবহারিক সুবিধা। যে রকম ভিতরে না ঢুকেই জল ছিটিয়ে মেঝেটা সাফ করে দেওয়া যায়, আবার দুর্গন্ধও বের হয়ে যায় সহজেই।
advertisement
3/6
এ ধরনের দরজা দিয়ে টয়লেটে সহজেই আলো ও বায়ু চলাচল করতে পারে। পাশাপাশি অনেকগুলো থাকে, ফলে এটা দরকার। কেউ অসুস্থ হয়ে পড়লে নীচের ফাঁক কাজে লাগিয়ে সহজেই তাঁকে বের করে আনা যায়।
advertisement
4/6
ঠিক সেরকমই কেউ ভুল করে বাইরে থেকে আটকে দিলে বের হওয়ার পথ খোলা থাকে।
advertisement
5/6
এই ধরনের টয়লেটে লোকের আসা-যাওয়া সারা দিন ধরে লেগেই থাকে। বাড়িতে আর সদস্য ক’জন, এখানে যে ব্যবহারকারীর সংখ্যা বেশি। ফলে, জল জমে দরজার নিচের অংশে শ্যাওলা জমতে পারে, তা ভাঙতে শুরু করতে পারে। নিচটা ফাঁকা থাকলে সে ভয় নেই।
advertisement
6/6
অনেকেরই টয়লেটে ধূমপানের বদ অভ্যাস আছে। যে জায়গায় তা করা নিষিদ্ধ, সেখানেও কেউ নিয়ম ভাঙলে এই ধরনের দরজা হাতেনাতে ধরিয়ে দেয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Toilet Doors: সিনেমা হল, শপিং মল, অফিস, হোস্টেল- টয়লেটের দরজা নীচে কিছুটা ফাঁকা থাকে কেন? কখনও ভেবে দেখেছেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল