Tirumala: তিরুমালায় অবিশ্বাস্য ভিড়, পরিস্থিতির জেরে হাজার হাজার দর্শনার্থীর টোকেন বাতিল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
প্রত্যেক বছরে এই কয়েকটি দিনে তিরুমালায় অবিশ্বাস্য ভাবে ভক্তদের ভিড় থাকে। মন্দিরের সিঁড়ি থেকে শুরু করে রাস্তা দিয়ে বিপুল সংখ্যক ভক্তরা দলে দলে তিরুমালায় পৌঁছন। বিশেষ করে মাসের বিভিন্ন ছুটির দিনে তামিলনাড়ু এবং কর্ণাটক থেকে বিপুল সংখ্যক ভক্ত এই সময় তিরুমালায় আসেন।
advertisement
1/5

গত কয়েকদিনে তিরুমালায় অবিশ্বাস্য ভাবে ভক্তদের পরিদর্শনের হার বেড়েছে। এই সময় মন্দিরের সিঁড়ি ও রাস্তা দিয়ে বিপুল সংখ্যক ভক্ত তিরুমালায় পৌঁছচ্ছেন। বিশেষ করে ছুটির দিনে তামিলনাড়ু এবং কর্ণাটক থেকে বিপুল সংখ্যক ভক্ত এই কয়েকদিনে তিরুমালায় এসেছেন। তিরুমালা মূলত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের জন্য বিখ্যাত। এখানে ভেঙ্কটেশ্বর স্বামী শ্রী বিষ্ণুর এক অবতার রূপেও পূজিত হন। এমনটা বিশ্বাস করা হয় যে, তিনি পৃথিবীতে এসেছিলেন কলিযুগ থেকে মানবসভ্যতাকে রক্ষা করতে।
advertisement
2/5
প্রত্যেক বছরে এই কয়েকটি দিনে তিরুমালায় অবিশ্বাস্য ভাবে ভক্তদের ভিড় থাকে। মন্দিরের সিঁড়ি থেকে শুরু করে রাস্তা দিয়ে বিপুল সংখ্যক ভক্তরা দলে দলে তিরুমালায় পৌঁছন। বিশেষ করে মাসের বিভিন্ন ছুটির দিনে তামিলনাড়ু এবং কর্ণাটক থেকে বিপুল সংখ্যক ভক্ত এই সময় তিরুমালায় আসেন।
advertisement
3/5
গত শুক্রবার একেই সরকারি ছুটি, এবং পরবর্তী দু’দিন শনিবার ও রবিবার হওয়ায় অত্যন্ত ভিড় হয় মন্দির চত্বরে। এই সময় আলিপিরি ও শ্রীবরী মেটলা থেকেই ভক্তদের কোলাহল লক্ষ্য করা যায়। ইতিমধ্যে বৈকুণ্ঠম কিউ কমপ্লেক্সের সমস্ত কামরা পূর্ণ হয়ে গিয়েছে।
advertisement
4/5
শুক্রবার সকাল থেকেই তিরুমালায় ভক্তদের অভূতপূর্ব ভিড় দেখা গিয়েছে। হঠাৎ ভক্তদের ভিড় বেড়ে যাওয়ায় বৈকুণ্ঠম সারি প্রাঙ্গণ সম্পূর্ণ ভর্তি হয়ে যায়। নারায়ণগিরি পার্কের ৯টি শেড ভক্তদের দ্বারা পূর্ণ হয়ে গিয়েছিল। মন্দিরের কিউলাইন পথ থেকে গঙ্গামা মন্দির পর্যন্ত প্রসারিত রাস্তাতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। শুক্রবার ছাড়াও সোমবারও এই ভিড় অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
এমনকী, এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে, ভক্তরা কিউলাইনে এলেও, প্রায় ২৪ ঘণ্টা থেকে ৩০ ঘণ্টা পরে, তিরুমালায় শ্রী ভেঙ্কটেশ্বরের মূর্তি দর্শনের সুযোগ তাঁদের মিলছে। এই সারিতে অপেক্ষারত ভক্তদের টিটিডি-র তরফে অন্নপ্রসাদম, দুধ, ঘোল দেওয়া হচ্ছে। কিউলাইনে কোনও অসুবিধা এড়াতে টিটিডি বিশেষ ব্যবস্থা নিয়েছে। টিটিডি হাঁটার পথে এই মূহূর্তে প্রায় ৪ হাজার টোকেন বাতিল করেছে। তিরুমালায় ভক্তদের ভিড়ের পরিপ্রেক্ষিতে টিটিডি এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবারও টোকেন কমপ্রেশনের সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Tirumala: তিরুমালায় অবিশ্বাস্য ভিড়, পরিস্থিতির জেরে হাজার হাজার দর্শনার্থীর টোকেন বাতিল