TRENDING:

Dog bite tips: গরমকালে কেন বেশি কামড়ায় কুকুর? কামড়ালে প্রথমে কী-ই বা করা উচিত, পর পর বলে দিলেন পশু চিকিৎসক

Last Updated:
এ নিয়ে বন্ধুগঞ্জ পশুচিকিৎসা হাসপাতালের চিকিৎসক ডাঃ সুবোধ কুমার জানাচ্ছেন, গ্রীষ্মকালে আমরা কুকুরের আক্রমণ থেকে নিজেদের কীভাবে রক্ষা করতে পারি? গ্রীষ্মকালে বাড়িতে কুকুর রাখলেই বা কী করা উচিত?
advertisement
1/7
গরমকালে কেন বেশি কামড়ায় কুকুর? কামড়ালে প্রথমে কী-ই বা করা উচিত, পরপর বলে দিলেন চিকিৎসক
গ্রীষ্মকাল কেবল মানুষকেই নয়, পশু-পাখিদেরও কষ্ট দেয়। এই ঋতুতে প্রাণীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়। এত প্রচণ্ড তাপ তারা সহ্য করতে পারে না। কুকুরদের মধ্যে এই সমস্যা সবচেয়ে বেশি৷ আসুন জেনে নেওয়া যাক গ্রীষ্মে কুকুরের কামড়ের সম্ভাবনা কেন বাড়ে?
advertisement
2/7
এ নিয়ে বন্ধুগঞ্জ পশুচিকিৎসা হাসপাতালের চিকিৎসক ডাঃ সুবোধ কুমার জানাচ্ছেন, গ্রীষ্মকালে আমরা কুকুরের আক্রমণ থেকে নিজেদের কীভাবে রক্ষা করতে পারি? গ্রীষ্মকালে বাড়িতে কুকুর রাখলেই বা কী করা উচিত?
advertisement
3/7
পশুচিকিৎসক ডাঃ সুবোধ কুমার বলেন, অতিরিক্ত গরম পড়লে কুকুররা তা সহ্য করতে পারে না, কারণ তাদের সারা শরীর লোম দিয়ে ঢাকা। একমাত্র জিভি বের করে হাঁপিয়েই জিভের লালার মাধ্যমে এরা নিজেদের শরীরের তাপ নিয়ন্ত্রণ করে৷
advertisement
4/7
গরম যত বাড়ে, কুকুররা তত বেশি অস্থির বোধ করতে শুরু করে৷ এর ফলে ওরা স্ট্রেসড আউট অর্থাৎ বিধ্বস্ত হয়ে যায়৷ যার প্রভাব পড়ে তাদের মানসিক অবস্থার উপর৷ এই পরিস্থিতিতে, কুকুরটি যদি কোনও ভাবে বিরক্ত হয়, তাহলে সামনে পেলে কারওকে কামড়ে দিতেই পারে।
advertisement
5/7
যদি আপনাকে কুকুর কামড়ায়, তাহলে জানা উচিত প্রথমেই কী কী করবেন? চিকিৎসক জানাচ্ছে, কুকুর কামড়ালে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্রথমে কুকুরটি যেখানে কামড়িয়েছে সেই জায়গাটি সাবান দিয়ে ভাল করে ধুয়ে ফেলার চেষ্টা করুন। পরিষ্কার-পরিচ্ছন্নতা ভাইরাস অপসারণের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এছাড়াও, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি আপনাকে কুকুর কামড়ায়, তাহলে জলাতঙ্ক-বিরোধী টিকা নিয়ে নিন। এই টিকা যে কোনও ঝুঁকি প্রায় শূন্যে নামিয়ে আনে।
advertisement
6/7
চিকিৎসক জানাচ্ছেন, জলাতঙ্ক এমন একটি রোগ যে, যদি এর লক্ষণ শরীরে দেখা যায়, তাহলে তার জীবন বাঁচানোর সম্ভাবনা খুবই কম। এমন পরিস্থিতিতে, টিকাদান খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে, কুকুরগুলো পোষা প্রাণী নাকি রাস্তার বাসিন্দা। যদি কেউ বাড়িতে কুকুর পোষেন, তাহলে অবশ্যই নিয়মিত তাঁর ভ্যাক্সিনেশন করান৷ কিন্তু, রাস্তার কুকুর কামড়ালে প্রথমেই ক্ষতস্থান ধুয়ে নিয়ে জলাতঙ্কের টিকা নেওয়ার তোড়জোর শুরু করুন৷
advertisement
7/7
ডাক্তার সুবোধ কুমার বলেন, গ্রীষ্মকালে পোষা কুকুরের বিশেষ যত্ন নেওয়া উচিত। তার খাবার এবং সে কোথায় শোবে বা থাকবে তা সঠিক ভাবে বেছে নিন। যাতে প্রচণ্ড গরমেও তার তেমন কোনও সমস্যা না হয়। কুকুরের কামড় এড়াতে কিছু বিষয় মনে রাখা উচিত। প্রথমত, হঠ করে কোনও কুকুরের মাথায় বা মুখের সামনে হাত দেবেন না, কোনও ভাবে অযথা তাকে বিরক্ত করবেন না৷ মারবেন না, গায়ে জল দেবেন না৷ এছাড়াও, রাস্তার কুকুরের থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Dog bite tips: গরমকালে কেন বেশি কামড়ায় কুকুর? কামড়ালে প্রথমে কী-ই বা করা উচিত, পর পর বলে দিলেন পশু চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল