TRENDING:

Time Travel: ৩৯৭৭ বছর পরে কী অবস্থা হবে বিশ্বের শহরগুলির? আর কেমনই বা থাকবে মানুষ? চাক্ষুষ করে জানালেন স্বঘোষিত টাইম ট্রাভেলার!

Last Updated:
Time Traveller Weird Claim: সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, স্বঘোষিত ওই টাইম ট্রাভেলারের দাবি, ৬০০০ সালে পৃথিবীর চিত্রটা কেমন থাকবে, সেটা দেখে এসেছেন তিনি। সেই সঙ্গে ওই ব্যক্তি সেই সময়কার প্রযুক্তি এবং পরিবর্তন সম্পর্কে অনেক তথ্যও প্রকাশ করেছেন।
advertisement
1/5
৩৯৭৭ বছর পরে কী অবস্থা হবে বিশ্বের শহরগুলির? আর কেমনই বা থাকবে মানুষ?
ভবিষ্যতে বিশ্বের অবস্থা ঠিক কেমন থাকবে, সেটা জানার ইচ্ছে বোধহয় সকলেই থাকে! তবে এরই মাঝে এক ব্যক্তি দাবি করেছেন যে, ৩৯৭৭ বছর পরের পৃথিবীটা কেমন হবে, সেটা দেখে তিনি চাক্ষুষ করে ফিরেছেন। এমনকী আসন্ন ঘটনার ভবিষ্যদ্বাণীও করতে শোনা গিয়েছে তাঁকে।
advertisement
2/5
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, স্বঘোষিত ওই টাইম ট্রাভেলারের দাবি, ৬০০০ সালে পৃথিবীর চিত্রটা কেমন থাকবে, সেটা দেখে এসেছেন তিনি। সেই সঙ্গে ওই ব্যক্তি সেই সময়কার প্রযুক্তি এবং পরিবর্তন সম্পর্কে অনেক তথ্যও প্রকাশ করেছেন। এমনকী মানুষের জীবনে কী বা কেমন পরিবর্তন হবে, তা-ও ব্যাখ্যা করেছেন। নিজেকে টাইম ট্রাভেলার বলে পরিচয় দেওয়া এই ব্যক্তি এমন সব কথা বলেছেন, যা বিশ্বাস করা মোটেই সহজ নয়। তিনি কী বলেছেন, সেটাই শুনে নেওয়া যাক।
advertisement
3/5
প্যারানরম্যাল এবং রহস্যজনক বিষয়ের বিশেষজ্ঞ ApexTV-তে ওই ব্যক্তির ভিডিওটি আপলোড করা হয়েছে। যেখানে স্পষ্ট ভাবে কিছুই দেখা যাচ্ছে না। আর ভিডিও-য় থাকা ব্যক্তির কণ্ঠস্বরও খুবই অস্পষ্ট এবং ভিডিওটিও বেশ ঝাপসা। এই অদ্ভুত ভিডিওতে স্বঘোষিত টাইম ট্রাভেলার দাবি করেছেন যে, ১৯৯০-এর দশকে তৈরি একটি গোপন প্রোগ্রামের অংশ তিনি। এই প্রোগ্রামটি আসলে তৈরি করা হয়েছিল মানুষকে ভবিষ্যতে পাঠানোর জন্য।
advertisement
4/5
ওই ব্যক্তি দাবি করেন যে, মানুষ আজ থেকে ৩৯৭৭ বছর পরে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাস করবে। যেখানে প্রযুক্তি, সরকার, ওষুধ আধুনিক জীবনকে পুরনো দিনের মতো করে তুলবে। এমনকী একটি শহরের ছবিও দেখিয়েছেন তিনি। আর এই শহরটিকে দেখতে অনেকটা জল রঙের আঁকা ছবির মতো!ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায় যে, এই বিষয়গুলিকে মানুষ ফালতু বলেই মনে করবে। এমনকী তিনিও হয়তো তেমনটাই ভাবতেন। কিন্তু মানুষকে ভবিষ্যৎ সম্পর্কে অবগত করার জন্যই এগুলো বলছেন তিনি।
advertisement
5/5
এই সব কথা বলতে বলতে এক সময় কান্নায় ভেঙে পড়ে ওই টাইম ট্রাভেলার জানান যে, এই পরীক্ষার সময় তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধুকে পিছনে ফেলে চলে এসেছেন। সেই বন্ধু আর এখন ফিরে আসতে পারবেন না। সঙ্গে এ-ও জানান যে, যদিও সেই বন্ধু এখন ভাল জায়গায় রয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হল ভবিষ্যৎ থেকে তিনি ফেরার চেষ্টা করেছিলেন। তবে ফিরতে সফল হননি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Time Travel: ৩৯৭৭ বছর পরে কী অবস্থা হবে বিশ্বের শহরগুলির? আর কেমনই বা থাকবে মানুষ? চাক্ষুষ করে জানালেন স্বঘোষিত টাইম ট্রাভেলার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল