মোবাইল ফোনে 'প্রাপ্তবয়স্ক ভিডিও' দেখেন? আপনার জন্য বড় খবর! না জানলে ভয়ঙ্কর বিপদে পড়বেন
- Published by:Tias Banerjee
Last Updated:
ফাঁক পেলেই 'প্রাপ্তবয়স্ক ভিডিও' দেখেন? মোবাইলে? তাহলে এই খবরটা আপনার জন্য রীতিমতো বড়সড় সতর্কবার্তা!
advertisement
1/12

মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখা যারা অভ্যাসে পরিণত করেছেন, তাদের জন্য বড়সড় সতর্কবার্তা। এই অভ্যাস না ছাড়লে বড় বিপদে পড়তে চলেছেন আপনি। জানেন কী হবে আপনার সঙ্গে? (Representative Image: Generated by AI)
advertisement
2/12
বর্তমানে সাইবার অপরাধীরা নতুন কৌশলে প্রতারণা করছে। বিশেষ করে যারা মোবাইলে পর্নোগ্রাফিক কনটেন্ট দেখেন, তাঁদের টার্গেট করে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।
advertisement
3/12
বর্তমান ডিজিটাল যুগে সাইবার অপরাধের ধরন পাল্টে যাচ্ছে। এখনকার প্রতারক চক্রগুলি মানুষের মানসিক দুর্বলতা ও ভয়কে অস্ত্র করে তোলা আদায় করছে। নতুন ধরনের এক প্রতারণার কৌশল সামনে এসেছে, যেখানে লোকজনকে মিথ্যা অভিযোগ দেখিয়ে ভয় দেখিয়ে অর্থ আদায় করা হচ্ছে। বলা হচ্ছে, "আপনি চাইল্ড পর্নোগ্রাফি দেখছেন", অথবা, "আপনি মাদক ও মানি লন্ডারিং কাণ্ডে জড়িত।"
advertisement
4/12
সম্প্রতি এমন একাধিক ঘটনার অভিযোগ উঠেছে। একটি ঘটনায় এলবি নগরের এক যুবকের কাছে হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো চিঠি পাঠানো হয়। সেখানে লেখা ছিল, “আমরা আপনার আইপি অ্যাড্রেস চিহ্নিত করেছি। আপনি চাইল্ড পর্নোগ্রাফি দেখেছেন। সাইবার ল্যাবে আপনার নামে মামলা রুজু হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে উত্তর না দিলে দিল্লি পুলিশ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”
advertisement
5/12
চিঠিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নাম করে পাঠানো হয়েছিল। ওই যুবক প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু কিছু সময় পর বিষয়টি নিয়ে নিজেই ভাবনা-চিন্তা করে বুঝতে পারেন, এটি একটি প্রতারণা। কারণ তিনি নিজে এমন কোনো ভিডিও দেখেন না। পরে তিনি পুলিশে অভিযোগ জানান। পুলিশ তদন্ত করে জানায়, এটি একটি সাইবার প্রতারক চক্রের কাজ।
advertisement
6/12
আর একটি ঘটনায় শহরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর সঙ্গে প্রতারণা হয়। এক ব্যক্তি তাঁকে ফোন করে বলে, “আপনি মাদক পাচার ও মানি লন্ডারিং কাণ্ডে জড়িত। আপনার আধার নম্বর আমাদের দরকার।”
advertisement
7/12
ভয়ে পড়ে তিনি তাঁর আধার নম্বর দিয়ে দেন। পরে ওই প্রতারক জানায়, তাদের কাছে এমন তথ্য রয়েছে যে তিনি পর্ন ভিডিও দেখেন। এবং সেই ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ১.৫ লক্ষ টাকা আদায় করে নেয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তি পুলিশের কাছে যান এবং বুঝতে পারেন, পুরো বিষয়টিই ছিল প্রতারণা।
advertisement
8/12
প্রশ্ন উঠছে, এমন প্রতারণার পিছনে মূল উদ্দেশ্য কী? সাইবার অপরাধীরা মানুষের ভয় ও অপমানের আশঙ্কাকে কাজে লাগিয়ে তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ভুয়ো পরিচয়ে, কখনও পুলিশ, কখনও সিবিআই বা স্বরাষ্ট্র মন্ত্রকের নাম করে ভয় দেখায়।
advertisement
9/12
তারা ব্যক্তিগত তথ্য যেমন আধার নম্বর, প্যান নম্বর, ওটিপি চায় এবং সেগুলির মাধ্যমে আর্থিক প্রতারণা করে। অনেকে ভয়ে বা অপমানের ভয়ে বিষয়টি গোপন রাখেন, ফলে প্রতারকদের দাপট বাড়ে।
advertisement
10/12
এই ধরনের প্রতারণা থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন? প্রথমত, কোনও সরকারি দপ্তর হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনও মামলার কথা জানায় না। যদি আপনি এমন কোনও বার্তা পান বা ফোন কল আসে, তাহলে আতঙ্কিত হবেন না। প্রথমে যাচাই করুন।
advertisement
11/12
শুধুমাত্র সরকারি ডোমেইন যেমন `.gov.in` বা `.nic.in` থেকে আসা ইমেল বা তথ্যেই বিশ্বাস করুন। কখনওই আপনার আধার নম্বর, ওটিপি বা পাসওয়ার্ড কাউকে ফোনে বলবেন না। (Representative Image: Generated by AI)
advertisement
12/12
পুলিশের পরামর্শ, ভয় বা লজ্জা নয় — সচেতনতা এবং তথ্যই একমাত্র প্রতিরক্ষা। প্রতারকেরা আপনার সচেতনতার অভাবকেই কাজে লাগায়। তাই যেকোনো পরিস্থিতিতে প্রথমে নিজেকে শান্ত রাখুন, যাচাই করুন এবং তারপর সিদ্ধান্ত নিন। (Representative Image: Generated by AI)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মোবাইল ফোনে 'প্রাপ্তবয়স্ক ভিডিও' দেখেন? আপনার জন্য বড় খবর! না জানলে ভয়ঙ্কর বিপদে পড়বেন