এই গাছ বিষধর সাপের জন্য ‘মৃত্যুর দূত’, ঘরেই তৈরি হবে প্রতিরক্ষা কবচ... কেউটে সাপও কাঁপবে!
- Published by:Tias Banerjee
Last Updated:
Snake Repellent: ঘরের চারপাশে একটি গাছ লাগালেই কেউটে থেকে শুরু করে ভয়ঙ্কর বিষধর সাপও নাকি ঘেঁষে না ৫০ মিটারের মধ্যে! নিজেই পরীক্ষা করে দেখুন।
advertisement
1/8

সাপের আতঙ্কে দিন কাটছে? ভাবছেন কীভাবে রক্ষা পাবেন বিষধর সরীসৃপের হাত থেকে? জানেন, ঘরের চারপাশে একটি গাছ লাগালেই কেউটে থেকে শুরু করে ভয়ঙ্কর বিষধর সাপও নাকি ঘেঁষে না ৫০ মিটারের মধ্যে! কীভাবে কাজ করে এই গাছ? কেন একে ঘিরে গড়ে উঠেছে পৌরাণিক আস্থা ও বৈজ্ঞানিক কৌতূহল — জানুন বিস্তারিত।
advertisement
2/8
উত্তর ভারতের সাহারানপুর জেলার কিছু এলাকা শিবালিক জঙ্গলে ঘেরা। এখানে মাঝেমধ্যেই ছোট-বড় সাপ এমনকি অজগরও ঢুকে পড়ে ঘরের ভেতর। এমন সমস্যা যদি আপনার গ্রাম বা আশেপাশেও থেকে থাকে, কিংবা আপনি যদি সাপের আতঙ্কে ভোগেন, তাহলে একটা গাছ লাগিয়েই ৫০ মিটার দূর পর্যন্ত সাপকে দূরে রাখা সম্ভব!
advertisement
3/8
এই রহস্যময় এবং অলৌকিক গাছটির নাম ‘গরুড় গাছ’। হিন্দুধর্মে এই গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। যদি এটি আপনার বাড়ির চারপাশে লাগানো থাকে, তাহলে সাপ ৫০ মিটারের মধ্যে আসেই না।
advertisement
4/8
সাহারানপুরের বাসিন্দা আচার্য রাজেন্দ্র অতল সাপের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাইরের রাজ্য থেকে কিছু গরুড় গাছ এনে তাঁর প্রাকৃতিক কুঞ্জে লাগান। গাছ লাগানোর পর থেকে আজ অবধি তাঁর কুঞ্জে একটি সাপও দেখা যায়নি — যা এক জীবন্ত উদাহরণ।
advertisement
5/8
রাজেন্দ্র অতল জানান, তাঁদের এলাকায় প্রচুর সাপ থাকে। তাই আতঙ্ক কাটাতে তিনি চারদিকে গরুড় গাছ লাগিয়ে একপ্রকার ‘সুরক্ষা বলয়’ তৈরি করেছেন।
advertisement
6/8
আয়ুর্বেদেও গরুড় গাছের গুরুত্ব: এই গাছ শুধু সাপ তাড়ায় না, বরং এর কাঠ ও ফল সাপের কামড়ের বিষ নিরসনেও কাজে লাগে বলে আয়ুর্বেদে উল্লেখ আছে। এই কারণেই হিন্দু ধর্মে গরুড় গাছ অত্যন্ত পবিত্র ও শক্তিশালী বলে বিবেচিত।
advertisement
7/8
আচার্য অতল ‘লোকাল ১৮’-কে জানান, “যদি এমন কোনও জায়গায় থাকেন যেখানে সাপের উপদ্রব বেশি বা সাপ দেখে বাইরে বেরোতেও ভয় পান, তাহলে বাড়ির চারপাশে অন্যান্য গাছের সঙ্গে একটি গরুড় গাছ লাগান — সাপ ৫০ মিটার দূর থেকেও ঘেঁষবে না।”
advertisement
8/8
সাহারানপুরে এখন এই গরুড় গাছ পাওয়া যাচ্ছে। বাড়ির আশেপাশে লাগালেই পাওয়া যাবে সাপ থেকে স্থায়ী মুক্তি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
এই গাছ বিষধর সাপের জন্য ‘মৃত্যুর দূত’, ঘরেই তৈরি হবে প্রতিরক্ষা কবচ... কেউটে সাপও কাঁপবে!