TRENDING:

বলুন তো ভারতের কোন রাজ্যে মদের বিক্রি সবচেয়ে বেশি? বাংলার নাম ধারে-কাছে নেই!

Last Updated:
Alcohol selling states in India: যাঁরা শখে মদ্যপান করেন, তাঁরা গ্লাস হাতে তোলেন মাঝেসাঝে। তবে নিয়মিত মদ্যপান করেন যাঁরা, সেই হিসেবেই আমরা আজ এই প্রতিবেদন লিখছি। এই তালিকায় এক নম্বরে রয়েছে যে রাজ্য, তার নাম শুনলে অবাক হবেন।
advertisement
1/10
বলুন তো ভারতের কোন রাজ্যে মদের বিক্রি সবচেয়ে বেশি? বাংলার নাম ধারে-কাছে নেই!
মদ্যপাননের শখ অনেকের। আবার অনেকের মদ্যপানের নেশা। তবে বহু মানুষ আছেন যাঁরা নিয়মিত মদ্যপান করেন।
advertisement
2/10
মদ্যপান একেবারেই পছন্দ করেন না, এমন মানুষও প্রচুর। তবে আজ আমরা এমন এক রাজ্যের কথা বলব, যেখানে মদের বিক্রি সবচেয়ে বেশি।
advertisement
3/10
যাঁরা শখে মদ্যপান করেন, তাঁরা গ্লাস হাতে তোলেন মাঝেসাঝে। তবে নিয়মিত মদ্যপান করেন যাঁরা, সেই হিসেবেই আমরা আজ এই প্রতিবেদন লিখছি।
advertisement
4/10
মদের বিক্রিকতে দেশের মধ্যে এক নম্বর রাজ্য ছত্তিশগঢ়। সেখানে ৩ কোটি মানুষের বাস। তার মধ্যে প্রায় ৩৫ শতাংশ মানুষ মদ্যপান করেন।
advertisement
5/10
মদ্যপানে এগিয়ে থাকা দ্বিতীয় রাজ্য ত্রিপুরা। সেখানে প্রায় ৩৪ শতাংশ মানুষ মদ্যপান করেন।
advertisement
6/10
তিন নম্বরে অন্ধ্রপ্রদেশ। সেখানেও প্রায় ৩৪ শতাংশ মানুষ মদ্যপান করে বলে জানা যায়।
advertisement
7/10
চার নম্বরে পঞ্জাব। সেখানে প্রায় ২৮ শতাংশ মানুষ নিয়মিত মদ্যপান করেন।
advertisement
8/10
তালিকায় পাঁচ নম্বরে অরুণাচল প্রদেশ। সেখানেও প্রায় ২৭ শতাংশ মানুষ মদ্যপান করেন।
advertisement
9/10
৬ ও ৭ নম্বরে যথাক্রমে রয়েছে গোয়া ও কেরল।
advertisement
10/10
৮ নম্বরে রয়েছে বাংলা। এখানে প্রায় ১৫ শতাংশ মানুষ নিয়মিত মদ্যপান করেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বলুন তো ভারতের কোন রাজ্যে মদের বিক্রি সবচেয়ে বেশি? বাংলার নাম ধারে-কাছে নেই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল