TRENDING:

Poisonous Fish: বিষাক্ত মাছ, মুহূর্তে রঙ পাল্টায়! মানুষকে করে দিতে পঙ্গু, ভারতেই পাওয়া যায় এই মাছ

Last Updated:
Poisonous Fish: বিজ্ঞানীরা বলছেন, এই মাছটির নাম স্করপিয়ান ফিশ৷ এটি বিষাক্ত৷
advertisement
1/5
বিষাক্ত মাছ, মুহূর্তে রঙ পাল্টায়! মানুষকে করে দিতে পঙ্গু, ভারতেই মেলে এই মাছ
সাধারণত আমরা জানি, রঙ পাল্টাতে পারে গিরগিটি৷ কিন্তু একটি মাছও যে রঙ পাল্টাতে পারে, এমনটা বিশ্বাস হয় আপনার? হয় না তো, কিন্তু এটাই সত্যি৷ এমনই আশ্চর্য ঘটনা রয়েছে প্রাণী জগতে৷ সমুদ্রের গভীরে থাকা এই মাছ দেখলে আপনি চমকে যাবেন৷ (ছবি - পিক্সাবে)
advertisement
2/5
বিজ্ঞানীরা বলেন, মাছের লাখো, লাখো প্রকৃতি রয়েছে সামুদ্রিক দুনিয়ায়৷ কিছু মাছ আবার ভীষণ ভাবেই দূর্লভ ও মানুষের শরীরের জন্য ভীষণ রকমের ক্ষতিকারক৷ তেমনই একটি মাছ বল স্করপিয়ান ফিশ৷ এই মাছের সংস্পর্শে আসা মানে নিজের জীবনকে বিপন্ন করা৷ (ছবি - পিক্সাবে)
advertisement
3/5
বিজ্ঞানীরা বলছেন, এই মাছটির নাম স্করপিয়ান ফিশ৷ এটি বিষাক্ত৷ এতটাই বিষাক্ত যে মানব শরীরের সংস্পর্ষে এলে তা শরীরকে পঙ্গু কর দিতে পারে৷ এমনকী শরীরে মধ্যে যথেষ্ট পরিমাণ বিষ ঢুকলে মৃত্যুও হতে পারে কারওর-কারওর৷ (ছবি - পিক্সাবে)
advertisement
4/5
এই বিষাক্ত মাছটির নাম Scorpinospisis neglecta৷ তবে এই মাছের সবচেয়ে শক্তিশালী পরিচয় হল এটি ক্ষণে-ক্ষণে রঙ পরিবর্তন করে৷ অন্য শিকারী প্রাণীর হাত থেকে বাঁচতে এটি নিজের রূপ পাল্টে ফেলে৷ (ছবি - পিক্সাবে)
advertisement
5/5
বিশেষজ্ঞরা বলেন, এই মাছের যে মেরুদণ্ডের কাঁটা থাকে, সেটি একেবারেই বিশেষ পরিপূর্ণ৷ কেউ যদি এই মাছ ধরতে যান, তা হলে তাঁকে খুবই সতর্ক থাকতে হয়৷ এটি বিষ ছিটিয়ে আক্রমণ করে৷ ভারতে ২০২০ সালে প্রথমবার এই মাছের দেখা পাওয়া যায়৷ (ছবি - পিক্সাবে)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Poisonous Fish: বিষাক্ত মাছ, মুহূর্তে রঙ পাল্টায়! মানুষকে করে দিতে পঙ্গু, ভারতেই পাওয়া যায় এই মাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল