কোন মদ মানুষ প্রথম পান করেছিল জানেন? বিয়ার, হুইস্কি নাকি রাম? বলুন তো দেখি...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Alcohol- বিশ্বের প্রথম মদ ওয়াইন। ৭০০০ বছর আগে মেসোপটেমিয়া ও মিশরে ওয়াইনের অস্তিত্ব ছিল বলে প্রমাণ পাওয়া যায়।
advertisement
1/6

একেকজনের একেকরকম পছন্দ। কেউ পছন্দ করেন রাম, কেউ বিয়ার, আবার কেউ হুইস্কি বা ওয়াইন। তবে জানেন কি, একটা সময় মানুষের কাছে বেছে নেওয়ার বিকল্প ছিল না!
advertisement
2/6
সবার আগে বলে রাখা ভাল, অ্যালকোহল সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এক ফোঁটা মদও শরীরের জন্য ক্ষতিকর। তাই মদ্যপানের অভ্য়েস থাকলে তা আজও বর্জন করা উচিত।
advertisement
3/6
প্রাচীনকালে বিয়ার পানের অভ্যেস ছিল মানুষের। এমন তথ্য-প্রমাণ পাওয়া যায়। তবে মানুষের সমাজে বিয়ার সবার আগে আসেনি। মানুষ প্রথম পান করেছিল অন্য আরেকটি মদ।
advertisement
4/6
বিশ্বের প্রথম মদ ওয়াইন। ৭০০০ বছর আগে মেসোপটেমিয়া ও মিশরে ওয়াইনের অস্তিত্ব ছিল বলে প্রমাণ পাওয়া যায়।
advertisement
5/6
একটা সময় ধর্মীয় ও সামাজিক কাজে ব্যবহার করা হত মদ। এমন প্রমাণ পাওয়া যায়। সেই সময় ফলের রস থেকে ফারমেন্টেশন পদ্ধতিতে মদ প্রস্তুত করা হত।
advertisement
6/6
প্রাচীন সভ্যতায় আঙুরের রস থেকে মদ প্রস্তুতের রীতি ছিল বলে জানা যায়। সেই সময় ফল থেকে সহজে মদ প্রস্তুত করা যেত বলে ওয়াইন জনপ্রিয় হয়েছিল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কোন মদ মানুষ প্রথম পান করেছিল জানেন? বিয়ার, হুইস্কি নাকি রাম? বলুন তো দেখি...