TRENDING:

সকলকে মানতে হবে এই চার সাবধানবাণী, ২৫০০ বছর আগে বলেছিলেন চাণক্য

Last Updated:
আড়াই হাজার বছর আগে চাণক্য সকলকে কোন চারটি সাবধানবাণী মান্য করার কথা বলেছেন?
advertisement
1/5
সকলকে মানতে হবে  এই চার সাবধানবাণী, ২৫০০ বছর আগে বলেছিলেন চাণক্য
প্রাচীন ভারতীয় দার্শনিক তথা অর্থনীতিবিদ চাণক্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাও তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চাণক্যের নীতিগুলি আজও প্রণিধানযোগ্য। এই আলোচনায় দেখা যাক ,আড়াই হাজার বছর আগে চাণক্য সকলকে কোন চারটি নীতি অবলম্বন করার কথা বলেছেন।
advertisement
2/5
চাণক্য বলেন যে কোনও কাজের পরিণাম চিন্তা আগে করতে। ফল কী হবে তা ভেবে কাজটিতে হাত দিলে বিড়ম্বনা কম হয়।
advertisement
3/5
কোথাও পা ফেলার আগে আগুপিছু দেখে নিতে বলেন চাণক্য। এই সতর্কতাবোধ জীবনের বড় শিক্ষা। তাতে বিপদ এড়ানো যায়, এমনটাই মত চাণক্যের।
advertisement
4/5
চাণক্য মনে করেন বাকসংযম মানুষের প্রধান গুণ। তাঁর মতে এমন কথা কখনও বলতে নেই যা নিয়ে পরে অনুশোচনা হয়। চাণক্যের মতে বাকসংযমী মানুষই জীবনে উন্নতি করে।
advertisement
5/5
চাণক্য সেই আড়াই বছর আগে বলে গিয়েছেন, সকলের উচিত পানীয় জল পরিশ্রুত করে পান করা। পানীয় জলে বিষ থাকলে কোনও ভাবেই জীবনযুদ্ধে লড়াই সম্ভব নয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সকলকে মানতে হবে এই চার সাবধানবাণী, ২৫০০ বছর আগে বলেছিলেন চাণক্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল