TRENDING:

জলে থাকে না এই 'মাছ'! জল স্পর্শ না করেই পার হয়ে যায় মরুভূমি...একের পর এক দেশ! জানেন কোন মাছ?

Last Updated:
এক বিশেষ প্রজাতির মাছ মরুভূমির উত্তপ্ত বালিতে বাস করে, যা জল ছাড়াই বেঁচে থাকতে পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে এই মাছের অদ্ভুত জীবনধারা দেখানো হয়েছে।
advertisement
1/11
জলে থাকে না এই 'মাছ'! জল স্পর্শ না করেই পার হয়ে যায় মরুভূমি...একের পর এক দেশ! জানেন কোন মা
মাছ মানেই জলের প্রাণী—বাড়ির ট্যাঙ্কে হোক কিংবা সমুদ্রের অতল গহ্বরে, এই ধারণা আমাদের চিরচেনা। কিন্তু ধরুন, হঠাৎ যদি কেউ বলে এক বিশেষ প্রজাতির মাছ আছে, যারা একফোঁটা জলের ধার না ছুঁয়ে, মরুভূমির উত্তপ্ত বালির তলায় দিব্যি দিন কাটায়—তবে?
advertisement
2/11
এমন প্রাণীর অস্তিত্ব কি আদৌ সম্ভব? তাপমাত্রা যেখানে চড়তে চড়তে পুড়ে যায় পায়ের তলা, সেখানে মাছ টিকে থাকবে কীভাবে? কিন্তু প্রকৃতি আবার কল্পনার চেয়েও অদ্ভুত। তার সৃষ্টি সীমাহীন, তার বৈচিত্র্য অপার।
advertisement
3/11
এমন প্রাণীর অস্তিত্ব কি আদৌ সম্ভব? তাপমাত্রা যেখানে চড়তে চড়তে পুড়ে যায় পায়ের তলা, সেখানে মাছ টিকে থাকবে কীভাবে? কিন্তু প্রকৃতি আবার কল্পনার চেয়েও অদ্ভুত। তার সৃষ্টি সীমাহীন, তার বৈচিত্র্য অপার।
advertisement
4/11
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে আমাদের ধারণায়—মাছ মানেই কি জল? নাকি প্রজাতির এই দুনিয়ায় কিছু ব্যতিক্রমই প্রকৃতির শ্রেষ্ঠ পরিচয়? এই রহস্যময় জীবটি তার অস্তিত্ব দিয়ে বুঝিয়ে দিচ্ছে, জলহীন জীবনও সম্ভব—শুধু অভ্যাস আর অভিযোজনের প্রক্রিয়ায়।
advertisement
5/11
ঠিকই ধরেছেন। এই মাছের নাম ‘স্যান্ড ফিশ’! আর নামেই যত চমক! কারণ এই মাছ থাকে না জলে, বরং বালি তার প্রিয় ঠিকানা। গরম আর শুষ্ক পরিবেশেই এদের বসবাস। এদের জীবনধারা এতটাই অদ্ভুত যে, গোটা দুনিয়া অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে এই মাছের দিকে।
advertisement
6/11
মাছ সাধারণত জলে বাস করে—এটা আমাদের প্রাথমিক ধারণা। কিন্তু প্রকৃতির খেয়ালে এমন এক মাছ আছে, যা জল নয়, বালির ভিতরেই কাটিয়ে দেয় গোটা জীবন। এই মাছের নামই স্যান্ড ফিশ। মরুভূমি অঞ্চলে, বিশেষ করে প্রচণ্ড রোদ আর উত্তপ্ত বালির মধ্যে দিব্যি ঘোরাফেরা করে এই মাছ।
advertisement
7/11
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'X'-এ একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আরবের পোশাক পরিহিত এক শেখকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে থেকে এই স্যান্ড ফিশ ধরতে দেখা যাচ্ছে। যদিও ভিডিওটি ঠিক কোন দেশের, তা স্পষ্ট নয়।
advertisement
8/11
স্যান্ড ফিশের বৈশিষ্ট্য--- এই মাছ বালির নিচে সুড়ঙ্গ বানিয়ে চলে। জল ছাড়াই বেঁচে থাকতে পারে! এই কারণেই একে ‘বালির সাঁতারু’ বলা হয়। এটি এক বিশেষ প্রজাতির মাছ, যাদের শরীরের গঠন এমনই যে, সহজেই গরম বালির মধ্যে চলাফেরা করতে পারে।
advertisement
9/11
ডাঃ শীতল যাদব নামক এক নারী এই ভিডিওটি শেয়ার করে লেখেন, "এই মাছের নাম স্যান্ড ফিশ। এটি জলের বদলে বালিতে থাকে। এটা এক বিশেষ প্রজাতির মাছ, যারা বালিতে সুড়ঙ্গ করে বা বালিতে সাঁতারে জীবন কাটায়।"
advertisement
10/11
ভিডিও দেখে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। কেউ কেউ বলছেন, "এটা তো দুধকলা খাওয়া গুইসাপ!" কেউ আবার বিস্মিত হয়ে লিখেছেন, "বিশ্বাসই হচ্ছে না!"
advertisement
11/11
প্রকৃতির রহস্য কখনও শেষ হয় না। বালির মধ্যে মাছ? শুনলে অদ্ভুত লাগলেও, এমনই বিচিত্র এই পৃথিবী। জল ছাড়া মাছ বাঁচে—এটাই প্রমাণ করে দিয়েছে স্যান্ড ফিশ। এখন বলুন তো, প্রকৃতি কি সত্যিই এক জন রূপকথার লেখক নয়?
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
জলে থাকে না এই 'মাছ'! জল স্পর্শ না করেই পার হয়ে যায় মরুভূমি...একের পর এক দেশ! জানেন কোন মাছ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল